West Bengal weather: বাড়ছে গরম, আংশিক মেঘলা আকাশ, এবার কি বৃষ্টি? বড় আপডেট

বাংলা থেকে কনকনে শীত উধাও। বরং বেলা বাড়তেই লাগছে গরম। পাশাপাশি মেঘলা থাকছে আকাশ। আর এমন পরিস্থিতিতেই অনেকের প্রশ্ন, তাহলে কি বৃষ্টি হবে রাজ্যে? 

Advertisement
বাড়ছে গরম, আংশিক মেঘলা আকাশ, এবার কি বৃষ্টি? বড় আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাইলাইটস
  • বাংলা থেকে কনকনে শীত উধাও
  • বেলা বাড়তেই লাগছে গরম
  • তাহলে কি বৃষ্টি হবে রাজ্যে?

বাংলা থেকে কনকনে শীত উধাও। বরং বেলা বাড়তেই লাগছে গরম। পাশাপাশি মেঘলা থাকছে আকাশ। আর এমন পরিস্থিতিতেই অনেকের প্রশ্ন, তাহলে কি বৃষ্টি হবে রাজ্যে? 

হাওয়া অফিস কী জানাচ্ছে? 
ইতিমধ্যেই মেঘলা আকাশ নিয়ে মুখ খুলেছে অবহাওয়া দফতর। তাদের পক্ষ থেকে জানান হয়েছে যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী দুই-এক দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির আশঙ্কা প্রায় নেই। তাই এখনই ব্যাগে ছাতা ঢোকাতে হবে না।

যদিও উত্তরবঙ্গের আবহাওয়ার চিত্রটা সামান্য আলাদা হতে পারে। সেখানে একাধিক জেলায় হালকা বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই উত্তরবঙ্গের জেলার অধিবাসীরা ছাতা নিয়ে তৈরি থাকুন। 

কেন হঠাৎ মেঘলা আকাশ? 
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন মোটামুটি হালকা মেঘলা থাকবে আকাশ। আর তার কারণ হল পশ্চিমী ঝঞ্ঝা। এই ঝঞ্ঝাই আকাশ মেঘলা করছে। পাশাপাশি বাড়াচ্ছে তাপমাত্রা বলে মনে করছে আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা। 

দক্ষিণবঙ্গে গরম বাড়বে...
ইতিমধ্যেই চড়তে শুরু করে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। রোজই বৃদ্ধি পাচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। এই তো শুক্রবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। 

যদিও শুধু কলকাতা নয়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, বর্ধমান, বীরভূম সব প্রায় সর্বত্রই একই হাল। তবে পুরুলিয়া এবং বাঁকুড়ায় অপেক্ষাকৃত ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। 

ও দিকে আবার পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে তাপমাত্রা বেশ কিছুটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেখানে ভালই গরম অনুভূত হতে পারে বেলা বাড়লে। 

উত্তরবঙ্গে কী চলবে? 
দক্ষিণের তুলনায় ঠান্ডায় সময় কাটাবে উত্তরবঙ্গ। বিশেষত, দার্জিলিং সহ অন্যান্য পাহাড়ে তাপমাত্রা এখনও নীচের দিকেই থাকবে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সামান্য বাড়তে তাপমাত্রা। এছাড়া এই সব জেলাতেই কুয়াশার দাপট দেখা যাবে। বিশেষত, ভোর এবং সকালের দিকে হালকা কুয়াশা ঘিরে রাখবে চারিদিক। 

শীত বিদায় কবে? 
এই বিষয়টা নিয়ে নিশ্চিত করে কিছুই জানায়নি হাওয়া অফিস। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে যে গরম বাড়তে চলছে, এটা পরিষ্কার। আর ইতিমধ্যেই সেই ইঙ্গিত মিলেছে। তাই শীত বিদায় যে খুব শীঘ্রই হতে চলেছে, এই নিয়ে মনে কোনও প্রশ্ন রাখবেন না। বরং মন খারাপ না করে এবারের মতো ধীরে ধীরে শীতকাপড় তুলে রাখার জন্য তৈরি হন।

Advertisement


 

POST A COMMENT
Advertisement