scorecardresearch
 

West Bengal BJP: 'দুর্বল' বঙ্গ BJP-র হাল ফেরাতে এবার রাশ ধরছে RSS? বড় সিদ্ধান্তের সম্ভাবনা: সূত্র

সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। মহারাষ্ট্রে সাফল্যের জন্য যে ফর্মুলা ব্যবহার করা হয়েছে, সেই ফর্মুলা বাংলায় সাফল্যের জন্যও ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement
সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী-- ফাইল ছবি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী-- ফাইল ছবি
হাইলাইটস
  • ডিসেম্বরের শেষের দিকে কোর কমিটির বৈঠক
  • বঙ্গ বিজেপির উপর ভরসা করতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব
  • পুরনো টিমকেই মাঠে নামাচ্ছে RSS

একের পর এক ভোটে ভরাডুবি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তথাকথিত যে সাফল্য পেয়েছিল বিজেপি, পরবর্তী পর্যায়ে দেখা গিয়েছে, শুধুই হতাশা। এমনকী সমবায় ভোটেও হারছে পদ্ম শিবির। এছাড়াও একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। এহেন পরিস্থিতিতে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপি-তে বাড়ছে উদ্বেগ। 

ডিসেম্বরের শেষের দিকে কোর কমিটির বৈঠক

যার নির্যাস, বঙ্গ বিজেপি-র হাল ধরতে আসরে নামছে কেন্দ্রীয় নেতৃত্ব। সূত্রের খবর, ডিসেম্বরের শেষের দিকে কোর কমিটির বৈঠকে বসছে রাজ্য বিজেপি। সেই বৈঠকেই আগামী বিধানসভা ভোটের রণনীতি নিয়ে আলোচনা হবে। সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই কলকাতায় এই বৈঠক থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেতা দিলীপ ঘোষ-সহ  কোর কমিটিকে নিয়ে জরুরি বৈঠক হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পান্ডেদের উপস্থিতিতে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

বঙ্গ বিজেপির উপর ভরসা করতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব

সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। মহারাষ্ট্রে সাফল্যের জন্য যে ফর্মুলা ব্যবহার করা হয়েছে, সেই ফর্মুলা বাংলায় সাফল্যের জন্যও ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। কী সেই ফর্মুলা? সূত্রের খবর, বাংলায় বিজেপি-র দুর্বল সংগঠনকে মজবুত করতে নিজেদের হাতে রাশ নিতে পারে RSS। ২০২৬-এর বিধানসভা ভোটে নাকি আর বঙ্গ বিজেপির উপর ভরসা করতে পারছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুথস্তরে বিজেপির সংগঠন দুর্বল। তাই বুথে এবার সংগঠনে RSS দায়িত্ব নিচ্ছে বলে খবর। 

পুরনো টিমকেই মাঠে নামাচ্ছে RSS

২০১৯-এর লোকসভার পুরনো টিমকেই মাঠে নামাচ্ছে RSS। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলায় ১৮টি আসন পায় বিজেপি। ২০২৪ সালে বাংলায় অমিত শাহের ১ কোটি সদস্যের টার্গেটে মাত্র ২০ লক্ষ পার করেছে। এই মুহূর্তে ২৯৪টি আসনেই সংগঠনিক অবস্থা খতিয়ে দেখতেই এই বৈঠকের আয়োজন বলে জানা গিয়েছে। ২০২৬-এর নির্বাচনে আগে কোন কোন ইস্যুতে দল রাস্তায় নামবে? সেই বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে এই বৈঠকে।

Advertisement

প্রতিবেদক: স্বপনকুমার মুখোপাধ্যায়

Advertisement