LIVE wbresults.nic.in WBBSE Madhyamik 10th Result 2022 Updates: মাধ্যমিক পরীক্ষা ২০২২-এর রেজাল্টের প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে ক্লিক করুন। এছাড়াও আমাদের লিঙ্কে ক্লিক করে রোল নম্বর লিখলেই মার্কশিট পেয়ে যাবেন।
মাধ্যমিক পরীক্ষায় সফলদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Congratulations to our successful students and rank- holders of Madhyamik examination! Boys and girls of our districts have shown outstanding performance, while city students too make us proud. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 3, 2022
নীচের লিঙ্কে রোল নম্বর ও জন্মতারিখ দিন। দেখে নিন, আপনি মাধ্যমিকে কত নম্বর পেয়েছেন।
রোল নম্বর দিন নীচের বক্সে। ক্লিক করেই চলে আসবে মার্কশিট। রইল নীচে লিঙ্ক।
মাধ্যমিকে কোন জেলায় কোন স্কুলে কেমন রেজাল্ট। কারা প্রথম, কারা দ্বিতীয়, রইল পর্ষদের সম্পূর্ণ সাংবাদিক সম্মেলন।
২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা হবে ২৩ ফেব্রুয়ারি। এ বার মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। পরীক্ষা দিয়েছেন প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজারের বেশি। এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পংয়ে ৯৪.৭১, পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২ এবং কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশের বেশি।
এ বারে পরীক্ষায় চতুর্থ হয়েছে অভিষেক দত্ত। ৬৯০ পেয়েছে। শ্রুতর্ষি ত্রিপাঠি, কলকাতার পাঠভবন স্কুলের ছাত্রও ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে। পঞ্চম স্থান অধিকার করেছে ১১ জন। বর্ধমান বিদ্যার্থী ভবনের সাবিনা ইয়াসমিন পঞ্চম স্থানে রয়েছে। আবার ঝাড়গ্রামে পৌলমী বেরাও পঞ্চম স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯।
৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান। মাধ্যমিকে পাশের হারে পিছোল মেয়েরা। এ বছর মোট ১১ লক্ষ পড়ুয়া পরীক্ষায় বসেন। এর মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি ছিল, যা প্রায় ১ লক্ষ ২০ হাজার। তার মধ্যে এ বারে ছেলেদের পাশের হার ৮৬.৬০ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৫ শতাংশ।
৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছেন মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল।
এবছ মাধ্যমিকে পাশের হার ৮৬.৬০ শতাংশ। এবারে প্রথম হয়েছেন দু জন। রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল বাঁকুড়ার অর্ণব ঘড়াই ও রৌনক মণ্ডল, পূর্ব বর্ধমানের সিএমএস স্কুল ৬৯৩ নম্বর পেয়ে। দ্বিতীয় স্থানেও রয়েছে দুজন।
১০ লক্ষের বেশি পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। সফল হয়েছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। ১১ জনের পরীক্ষা বাতিল হয়েছে গোটা রাজ্যে। উত্তর ২৪ পরগনায় পাশের হার ৯৪.৯৮ শতাংশ।
এবছর পরীক্ষা হওয়ার ৯৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। এবছর ছাত্রদের তুলনায় ১১ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং।
প্রকাশ করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ২০২২ সালের রেজাল্ট। এবছরও পাশের হারে সর্বোচ্চ স্থানে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলায় পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি।