scorecardresearch
 

'অখিলেশকে জোর করে হারানো হয়েছে', EVM-র ফরেনসিক তদন্তের দাবি মমতার

'অখিলেশকে হারিয়ে দেওয়া হয়েছে। সব ইভিএম মেশিনের ফরেনসিক পরীক্ষা হওয়া উচিত বলে মনে করি।' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় - ফাইল ছবি। নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় - ফাইল ছবি।
হাইলাইটস
  • ২৪-এ ফিরে আসার হুঙ্কার মোদীর।
  • 'অবাস্তব কথা,' পাল্টা দিলেন মমতা।
  • বিরোধী জোটের আহ্বান নেত্রীর।

উত্তরপ্রদেশের জনাদেশ ২০২৪ সালের লোকসভা ভোটের ভবিতব্য স্পষ্ট করে দিল বলে জয়ের পরই হুঙ্কার দিয়েছেন নরেন্দ্র মোদী। শুক্রবার রাজ্য বাজেট নিয়ে সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর ওই দাবিকে খণ্ডন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান,'কয়েকটা রাজ্য জিতে নির্বাচনের বাজনা বাজাতে শুরু করেছে। ২৪-কে আসবে ঠিক নেই। সন্তান জন্মের আগে নাম ঠিক করে ফেলছে। এটা একেবারে অবাস্তব কথা। দু'বছরে কী হবে, কেউ জানে না। ইউপি-তে যেভাবে জিতেছে এতে বিপদ বাড়বে। সেই সঙ্গে মোদীকে তাঁর পরামর্শ, প্রতিটি নির্বাচনে বলি আমরা বলি বিনয়ী হও। উনি আগ্রাসী হয়ে উঠেছেন। এতটা নেতিবাচক হবেন না। ইতিবাচক হোন। 

বৃহস্পতিবার চার রাজ্যে জয়লাভের পর কর্মী-সমর্থকদের উদ্দেশে মোদী বলেছিলেন,'২০২২ সালে উত্তরপ্রদেশের জনাদেশ ঠিক করে দিল ২০২৪ সালের ফল।' অর্থাৎ পরের লোকসভাতেও যে কেন্দ্র বিজেপি সরকার আসছে তা বুঝিয়ে দেন তিনি। এই প্রসঙ্গেই এ দিন মমতা বলেন,'একনায়কতন্ত্র চালাচ্ছে। ইলেকশন মেশিনারি ও কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে কয়েকটা রাজ্য জিতে লাফাচ্ছে। ২০২৪ সালের বাজনা বাজাতে শুরু করেছে। আমরা বলি, ডুগডুগি বাজালে হবে না। সঙ্গে ঘণ্টা, হারমোনিয়াম, তবলা, করতাল, ভায়োলেন, সুর, তাল ও প্রাণ চাই। আগামী দু'বছর বাদে বেঁচে থাকব কিনা বলতে পারি। অমিতদা বলতে পারবে বেঁচে থাকবে কিনা! চন্দ্রিমা বলতে পারবে ও অর্থমন্ত্রী থাকবে! মনে রাখবেন ভাগ্য ও গন্তব্যের মধ্যে ফারাক আছে।' 

উত্তরপ্রদেশে ইভিএমে কারচুপি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা। তাঁর কথায়,'ভাল করে হিসাব করে দেখলে বুঝতে পারবেন, অখিলেশের ২১ শতাংশ ভোট বেড়ে হয়েছে ৩৭ শতাংশ। অখিলেশের ৭৮টি আসন বেড়েছে। বিজেপির ৫৪টি আসন কমেছে। ইভিএম নিয়ে নানা অভিযোগ উঠেছে। ইভিএম গন্ডগোলের কারণে বেনারসের জেলাশাসককে সাসপেন্ড করা হয়েছে। অখিলেশকে হারিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে ভোট লুঠ হয়েছে ওখানে। ইভিএমের ফরেন্সিক পরীক্ষা হওয়া উচিত। পঞ্জাবে আপের লোকেরার ইভিএম-কে নিরাপত্তায় দিয়েছিল। আমরা এখানে করেছিলাম।'

Advertisement

গোয়ায় প্রত্য়াশার চেয়েও তৃণমূল ভাল ফল করেছে বলে মনে করেন মমতা। তবে ভোট পূর্ববর্তী শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির বিজেপিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমাদের সঙ্গে ভোটের আগে জোট হয়েছিল। গোয়ায় তৃণমূলের কোনও বিধায়ক নেই। ফলে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। ওরাই সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির সঙ্গে হাত মেলানো উচিত নয়। আমরা বিরোধিতা করছি।

আরও পড়ুন- গোয়ায় বিরোধী ভোট কেটে কংগ্রেসের যাত্রা ভঙ্গ করল TMC! বলছে গণিত

 

Advertisement