Mamata Banerjee Chancellor: এবার এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও মমতা, প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার

শিক্ষা দফতর নিয়ন্ত্রিত সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীকে বসানোর জন্য বিল পাশ হয়েছে বিধানসভায়। এবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে তাঁকে বসানোর প্রস্তাবে অনুমোদন দিল পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা।

Advertisement
এবার এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও মমতা, প্রস্তাবে অনুমোদন মন্ত্রিসভার  মমতা বন্দ্যোপাধ্যায় - ফাইল ছবি।
হাইলাইটস
  • এবার আলিয়ার উপাচার্যও মমতা।
  • মন্ত্রিসভায় অনুমোদিন প্রস্তাব।

সরকার নিয়ন্ত্রণাধীন সব বিশ্ববিদ্যালয়ের আচার্য পদেই মুখ্যমন্ত্রীকে বসানোর জন্য বিধানসভায় বিল পেশ করেছিল শিক্ষা দফতর। সেই বিল ভোটাভুটিতে পাশও হয়েছে। এর মধ্যে বাদ পড়েছিল আলিয়া বিশ্ববিদ্যালয়। কারণ ওই বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দফতরের আওতাধীন। ফলে আলাদা করে বিল পাশ করাতে হবে। সোমবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদেও মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাবে অনুমোদন দিল মন্ত্রিসভা।       

রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আলিয়াতেও আচার্য পদে আর রাজ্যপাল থাকবেন না। ওই পদে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এ দিন মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এবার শীঘ্রই সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দফতর তাদের দফতরের তরফে বিধানসভায় বিল পেশ করা হবে।   

অন্যদিকে, রাজ্যের কলেজগুলির ভর্তি প্রক্রিয়া সরলীকরণ করতে চাইছে রাজ্য় সরকার। সেই উদ্দেশ্যে নয়া পোর্টাল তৈরি করতে উদ্যোগী উচ্চ শিক্ষা দফতর। এনিয়ে কলেজের উপাচার্যদের সঙ্গে বৈঠকও সেরেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষাদপ্তরের প্রস্তাবে সম্মতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রস্তাবই রীতি মেনে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করিয়ে নেওয়া হয়েছে।     

আরও পড়ুন- 'জেলে পাঠিও আমায়,' শিক্ষক নিয়োগ-বেনিয়মে সময় চাইলেন মমতা

POST A COMMENT
Advertisement