সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক, বিধানসভায় দাবি তুললেন মমতা

মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই দাবি জানান।

Advertisement
সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক, বিধানসভায় দাবি তুললেন মমতাসুনীতা উইলিয়ামকে ভারতরত্ন দেওয়া হোক, বিধানসভায় দাবি তুললেন মমতা
হাইলাইটস
  • মহাকাশে ৯ মাস কাটানোর পর 'ঘর ওয়াপসি' হয়েছে সুনীতা উইলিয়ামসদের
  • বুধবার ভারতীয় সময় অনুযায়ী কাকভোরে ক্রু ড্রাগনে পৃথিবীতে নামেন সুনীতা ও বুচ সহ ৪ মহাকাশচারী

মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই দাবি জানান। মমতা বলেন, 'সুনীতা ভারতীয়। আমি সুনীতা উইলিয়ামস এবং পুরো দলকে অভিনন্দন জানাচ্ছি এবং প্রার্থনা করি। আমরা উদ্ধারকারী দলকে অভিনন্দন জানাই। কল্পনা চাওলা মহাকাশে গিয়েছিলেন, কিন্তু তিনি প্রাণ হারিয়েছিলেন। আমি যা শুনেছি যে বিমানটিতে কিছু কারিগরি সমস্যা ছিল এবং যদি ফেরত পাঠানোর চেষ্টা কর হত তবে মহাকাশযান বিস্ফোরিত হবে। এই খবরটি ভুল হলে আমি খুশি হব। কল্পনা চাওলার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল।'

এর আগে এক্স হ্যান্ডেলে মমতা লেখেন,'অনেক দিন পর অবশেষে এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে স্বাগত। আমাদের ভারতের কন্যা আমাদের কাছে ফিরে এসেছেন, এবং আমরা খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমরা বুচ উইলমোরের জন্যও খুব আনন্দিত। তাঁদের সাহসকে স্বাগত জানাই, তাঁদের প্রত্যাবর্তনের শুভেচ্ছা জানাই, মানবিক গৌরবকে শুভেচ্ছা জানাই! আমি উদ্ধারকারী দলকে অভূতপূর্ব সাফল্যের জন্য অভিনন্দন জানাই।'

মহাকাশে ৯ মাস কাটানোর পর 'ঘর ওয়াপসি' হয়েছে সুনীতা উইলিয়ামসদের। বুধবার ভারতীয় সময় অনুযায়ী কাকভোরে ক্রু ড্রাগনে পৃথিবীতে নামেন সুনীতা ও বুচ সহ ৪ মহাকাশচারী। ২৮৬ দিন টানা মহাকাশে কাটিয়ে অবশেষে প্রত্যাবর্তন। প্রসঙ্গত, সুনীতাদের এই মিশন ছিল ৮ দিনের। কিন্তু যান্ত্রিক গোলযোগের জেরে ৯ মাস লাগল পৃথিবীতে ফিরতে।

বুধবার পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়করা নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে অভিনন্দন জানিয়েছেন। উইলিয়ামসকে অভিনন্দন জানিয়ে প্ল্যাকার্ড হাতে বিধানসভা প্রাঙ্গণে জড়ো হন বিধায়করা। অধিবেশনের প্রথমার্ধ শেষ হওয়ার পর দলের প্রধান হুইপ শঙ্কর ঘোষের নেতৃত্ব বিধায়করা জড়ো হন। প্রায় ৩০ জন বিজেপি বিধায়ক প্রবেশদ্বারের কাছে দাঁড়িয়ে ছিলেন, প্রত্যেকের হাতে উইলিয়ামসের ছবি ছিল। যার নীচে 'অভিনন্দন সুনীতা উইলিয়ামস' এবং 'ভারতের কন্যা' লেখা ছিল।

সুনীতা উইলিয়ামসদের পৃথিবীতে ফিরে আসায় আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সুনীতাকে 'আইকন' বলে সম্বোধন করে ক্রু ৯-কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইনস্টাগ্রামে একটি পোস্টও শেয়ার করেছেন। স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদী এক্স-এ লেখেন, 'ওয়েলকাম ক্রু ৯! পৃথিবী তোমাকে মিস করেছে। তিনি ধৈর্য, ​​সাহস এবং অপরিমেয় মানবিক চেতনার পরীক্ষা দিয়েছেন। সুনীতা উইলিয়ামস এবং ক্রু ৯ মহাকাশচারীরা আবারও দেখিয়েছেন অধ্যবসায়ের প্রকৃত অর্থ কী। বিশাল অজানার মুখে তাঁর দৃঢ় সংকল্প লক্ষ লক্ষ মানুষকে সবসময় অনুপ্রাণিত করবে। এই মিশনটি মানুষের সামর্থ্যের সীমা অতিক্রম করার সাহস দেয়, স্বপ্ন দেখার সাহস দেয় এবং সেই স্বপ্নগুলিকে বাস্তবে রূপান্তর করে।'

Advertisement

POST A COMMENT
Advertisement