Mamata Banerjee: জার্মানির ফুটবলারদের বিশেষ বার্তা দিলেন মমতা, শুরু হয়ে গেল কলকাতা বইমেলা

কলকাতা বইমেলার উদ্বোধনের মধ্যেই ফুটবল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি এবার জার্মানি। মঙ্গলবার করুণাময়ীতে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করার সময় ফুটবলের প্রসঙ্গে তোলেন মমতা। সেই সূত্রেই জার্মানির ফুটবল দলকে দিলেন বিশেষ বার্তা। 

Advertisement
জার্মানির ফুটবলারদের বিশেষ বার্তা দিলেন মমতা, শুরু হয়ে গেল কলকাতা বইমেলাবইমেলায় মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • ফুটবল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ৪৮ তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি এবার জার্মানি।
  • মঙ্গলবার করুণাময়ীতে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করার সময় ফুটবলের প্রসঙ্গে তোলেন মমতা।

কলকাতা বইমেলার উদ্বোধনের মধ্যেই ফুটবল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি এবার জার্মানি। মঙ্গলবার করুণাময়ীতে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করার সময় ফুটবলের প্রসঙ্গে তোলেন মমতা। সেই সূত্রেই জার্মানির ফুটবল দলকে দিলেন বিশেষ বার্তা। 

বক্তৃতার শেষাংশে জার্মানির প্রতিনিধির উদ্দেশে মমতা বলেন, 'জার্মান, আমার অভিনন্দন আপনাদের ফুটবলারকে দেবেন। ওঁরা খুবই জনপ্রিয়। আমরা ফুটবল খুব ভালবাসি। এখানে অনেক বড় বড় ক্লাব রয়েছে। ফুটবল বিশ্বকাপ,  দেখেন এখানে। সকলে খেলা ভালবাসেন।'

জার্মানির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর নিবিড় সম্পর্কের কথাও এদিনের বক্তব্যে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, 'জার্মানির সঙ্গে নেতাজির গভীর সম্পর্ক রয়েছে। নেতাজিকে স্যালুট জানাই।'

শুধু জার্মানিকে নয়, ফুটবল প্রসঙ্গে আর্জেন্টিনারও প্রশংসা করেছেন মমতা। বলেছেন, 'আর্জেন্টিনার ফুটবল ভালবাসি।' বাংলায় রাস্তাঘাটে নীল-সাদা রং করা নিয়ে একসময় জোর আলোচনা চলেছিল রাজ্য রাজনীতিতে। ক্ষমতায় আসার পর রাস্তা, বিভিন্ন সরকারি দফতর নীল-সাদা করেছে মমতা সরকার। সেই সমালোচনার প্রসঙ্গ তুলে এদিন মমতা বলেছেন, 'নীল সাদা রং করা নিয়ে অনেকেই বলেছিলেন আর্জেন্টিনাকে অনুসরণ করছেন...।'

বইমেলা প্রসঙ্গে মমতা বলেন, 'বইমেলা আমাদের গর্ব। বইমেলাকে বইবৃক্ষ বলি। মানুষ বইমেলাকে ভালবাসেন। হৃদয়ের সঙ্গে যোগ রয়েছে। বই আমাদের প্রেরণা, দিশা, ভাষা।'

POST A COMMENT
Advertisement