scorecardresearch
 

Mamata Banerjee: বিরোধী জোটে কংগ্রেস? নীতীশ-তেজস্বীকে পাশে নিয়ে যা বললেন মমতা

নবান্নে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তাঁদের ফুল দিয়ে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে লোকসভা ভোটের আগে জোট নিয়ে কথা হয়েছে। আলোচনা সদর্থক বলে জানান নীতীশ। ইগো সরিয়ে জোটবার্তা মমতার।

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • মমতার দুয়ারে নীতীশ-তেজস্বী।
  • জোট নিয়ে কথা।

২০২৪ সালের লোকসভা ভোটের একবছরও বাকি নেই। তার আগে বিরোধী জোটে শান দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সঙ্গে উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। বৈঠকে উন্নয়ন ও রাজনীতির কথা হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'আমার কোনও ইগো নেই। সবাইকে একজোট হতে হবে। বিজেপিকে জিরো করতে হবে। ওরা হিরো হয়ে গিয়েছে।' নীতীশ কুমার জানান,'ইতিবাচক আলোচনা হয়েছে।'  বিরোধী জোটে কি কংগ্রেস থাকবে? সেনিয়েও জবাব দিয়েছেন মমতা।     

লোকসভা ভোটের রণকৌশল সাজানোর জন্য সব বিরোধীদের এগিয়ে আসার বার্তা দিলেন মমতা। মনে করিয়ে দিলেন, এক্ষেত্রে তাঁর কোনও ইগো নেই। তাঁর কথায়,  'আমরা চাই বিজেপি জিরো হয়ে যাক। বড় হিরো হয়ে গিয়েছে। খালি মিথ্যা,ভুয়ো কথা-ভিডিও করে। নীতীশজি সকলের সঙ্গে কথা বলছেন। ব্যক্তিগত কোনও ইগো নেই। সবার সঙ্গে কাজ করব।' 

বিহারে সর্বদলীয় বৈঠক হওয়া উচিত বলে মনে করেন মমতা। তাঁর কথায়,'নীতীশজি বলেছি, জয়প্রকাশ নারায়ণ আন্দোলন শুরু হয়েছিল বিহার থেকে। আমাদের বিহারে সর্বদলীয় বৈঠক করা উচিত। আগে ঘরোয়া বৈঠক হোক। তার পর সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা যে একসঙ্গে সেই বার্তা দেওয়া হোক।'

 কংগ্রেসের সঙ্গে কি জোটে যাবেন? তা স্পষ্ট করেননি মমতা। তিনি জানান,'এসব নিয়ে চিন্তা করতে হবে না। সবাই এক। দেশের জনতা লড়বে বিজেপির বিরুদ্ধে। আলোচনা করে এসব নিয়ে কথা হবে। মিশন-ভিশন স্পষ্ট থাকলে এসব নিয়ে কোনও গড়বড় হবে না।'

আরও পড়ুন- ২৫শে বৈশাখে 'রবীন্দ্রনাথ' নিয়ে বলবেন শাহ, বাবুলকেও চাইছেন স্বপন

এ দিন নীতীশ কুমার বলেন,'মমতার সঙ্গে সম্পর্ক অনেক বছরের। আলোচনা করেছি আমরা। আমাদের সব দলকে একসঙ্গে লোকসভা নির্বাচনের জন্য তৈরি থাকতে হবে। দেশহিতের জন্য এগিয়ে আসতে হবে। দেশহিতের সঙ্গে বর্তমান শাসক দলের কোনও যোগ নেই। খালি নিজেদের প্রচার করতে ব্যস্ত। ইতিবাচক আলোচনা হয়েছে।'

Advertisement

Advertisement