scorecardresearch
 

Mamata Banerjee On BJP-RSS: 'বাংলায় সংখ্যালঘুদের মধ্যে বিভাজন করবে BJP', সূত্র মারফত জেনেছেন মমতা

দিল্লিতে আরএসএস ও বিজেপির নেতৃত্বে বৈঠক হয়েছে বলে বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে দাবি করেন মুখ্যমন্ত্রী। কী আলোচনা হয়েছে সেটা বৈঠকে থাকা এক নেতাই  তাঁকে জানিয়েছেন।

Advertisement
মমতার নিশানায় বিজেপি। মমতার নিশানায় বিজেপি।
হাইলাইটস
  • রাজ্য সরকারকে বদনামের চেষ্টা বিজেপি।
  • বিজেপি-আরএসএসের গোপন বৈঠকের কথা জানলেন মমতা।

বিজেপি এমন পরিস্থিতি তৈরি করতে চাইছে যাতে রাজ্য সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়। 'সূত্র' মারফত এমনটাই জানতে পেরেছেন বলে বিধানসভায় দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, দিল্লিতে বিজেপি ও আরএসএসের বৈঠকে এনিয়ে আলোচনা হয়েছে। সে কথাই তিনি জানতে পেরেছেন।  

দিল্লিতে আরএসএস ও বিজেপির নেতৃত্বে বৈঠক হয়েছে বলে বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে দাবি করেন মুখ্যমন্ত্রী। কী আলোচনা হয়েছে সেটা বৈঠকে থাকা এক নেতাই  তাঁকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দাবি, ওই বৈঠকে আরএসএসের সিনিয়র নেতাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি। মুখ্যমন্ত্রী বলেন,'জাতি-ধর্মের ভিত্তিতে ওর সমাজকে ভাঙতে চাইছে, যাতে নির্বাচনে সুবিধা পায়। মহিলা, তপশিলি  জাতি-উপজাতিদের বিরুদ্ধে অপরাধগুলিকে তুলে ধরবে, যাতে ওদের সমর্থন পাওয়া যায়। কিন্তু দলিত ব্যক্তির উপরে প্রস্রাবের ঘটনায় (মধ্যপ্রদেশ) ওরা মুখ খোলে না।'  

ওই বৈঠকে সূত্রের থেকে মুখ্যমন্ত্রী জানতে পেরেছেন,'রাজবংশী, আদিবাসী, গোর্খা ও মতুয়াদের টার্গেট করা হবে। ২০২৪ সালের নির্বাচনের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করবে ওরা। তৃণমূলের ভোট কাটতে পারে এমন যে কোনও দলকে ওরা আর্থিকভাবে সাহায্যও করবে।'  

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। দলের বিধায়ক মিহির গোস্বামী বলেন,'মিথ্যা বলছেন মুখ্যমন্ত্রী। এই ধরনের কোনও পরিকল্পনা নেই বিজেপির। বিজেপির বৈঠকের কথা কে ওঁকে জানাবে? বিভাজনের রাজনীতি করে না বিজেপি।  সংখ্যালঘু তোষণ করে গোটা বাংলায় বিভাজনের রাজনীতি তো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।' 

Advertisement