চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়েছিল বিকাশ ভবন চত্বর। পুলিশের লাঠির খেয়ে জখম হয়েছিলেন একাধিক আন্দোলনকারী। যা নিয়ে বিতর্ক দানা বাঁধে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, আন্দোলনকারীদেরও লক্ষ্মণরেখা মেনে চলা উচিত। রাস্তা আটকে আন্দোলন করা ঠিক নয়।
গত বৃহস্পতিবার বিকাশ ভবনে চাকরিহারাদের হাতে পুলিশও জখম হয়েছিলেন বলে জানানো হয় শির্ষ কর্তাদের তরফে। যদিও আন্দোলনকারীদের তরফে পুলিশের উপর হামলার অভিযোগ অস্বীকার করা হয়। নিরস্ত্র আন্দোলনকারীদের উপর কেন হামলা চালাল পুলিশ? সেই প্রশ্ন উঠতে শুরু করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়ান দাবি করেন চাকরিহারারা। এদিন উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে বিমানবন্দরে বলেন, তিনি আন্দোলনকে সমর্থন করেন। তবে নিয়ম মেনে। আর শিক্ষকদের চাকরি যাওয়ার জন্য তাঁর সরকার দায়ি নয়।
মুখ্যমন্ত্রী বলেন, 'চাকরিহারাদের প্রতি আমার সিমপ্যাথি রয়েছে, ছিল ও থাকবে। সরকারের তরফে আদালতে রিভিউ পিটিশন করা হয়েছে। যদি তা গ্রাহ্য করা হয় তবে ভালো কথা। আমরা চাইব চাকরি থাক। কিন্তু আদালত যদি তা না মানে তাহলে সরকারের কিছু করার থাকবে না। আদালতের সিদ্ধান্ত মানতে সবাই বাধ্য।'
এরপরই মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, 'এখনও চাকরিহারাদের মাইনে বন্ধ হয়নি। গ্রুপ সি ও গ্রুপ-ডির চাকরিহারাদেরও টাকা দেওয়া হচ্ছে। চাকরি আমাদেক জন্য যায়নি। চাকরিগুলো যাদের জন্য গিয়েছে, তাদের বলব, এমনটা না করলেই পারতেন। চাকরিহারাদের উচিত ছিল, রাজ্য সরকারকে বিশ্বাস করা। অনেকে কাজ করছেন। ইস্কুলে যাচ্ছেন। অনেকে যাচ্ছেন না। তবে রাস্তা আটকে রেখে আন্দোলন করা যায় না। বাড়িতে লোকজন আছে। গর্ভবতী মহিলারা বলছেন, তাদের বাড়ি যেতে দেওয়া হচ্ছে না। অফিসে কাজ করছে তাকে ১৪, ১৮, ২০ ঘণ্টা আটকে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে এসেছিল। তাকে নামতে দেওয়া হয়নি। সে ভয়ে লাফ দিয়েছে। হাসপাতালে ভর্তি।'
এরপরই মমতা চাকরিহারাদের উদ্দেশে বলেন, 'আমার যখন অধিকার নেই কাউকে বাধা দেওয়ার তখন আপনিও আমাকে বাধা দিতে পারেন না। আইনি লড়াই লড়়ুন। সরকার পাশে থাকবে।'