বঙ্গে এখনই বর্ষা বিদায় হচ্ছে না। এই মুহূর্তে রাজ্যে কোনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা না থাকলেও বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তর থেকে দক্ষিণ, প্রায় সমস্ত জেলাতেই কমবেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে সেপ্টেম্বরের শুরুতেই আকাশে শরতের মেঘ দেখার আশা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
চলতি সপ্তাহে দক্ষিণে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও কমবে পরিমাণ। পূর্বাভাস রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাওয়ার। তবে আগামী মঙ্গলবার থেকে কিছুটা হলেও ঝড়বৃষ্টি বাড়বে দক্ষিণের জেলায় জেলায়। নেপথ্যে মৌসুমী অক্ষরেখায় বঙ্গে ঘরওয়াপসি। তাই সপ্তাহের মাঝামাঝি আবারও ঝড়বৃষ্টির নয়া ইনিংস শুরুর সম্ভাবনা।
কতদিন চলবে ঝড়বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। যা ফিরতে চলেছে রাজ্যে। তার জেরে দক্ষিণবঙ্গে সপ্তাহের মাঝামাঝি থেকে শুক্রবার পর্যন্ত ঝাড়বৃষ্টির দাপট বাড়বে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। হলুদ সতর্কতা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলায় যদিও কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।
কোন কোন জেলায় কবে বৃষ্টি?
রবি এবং সোমবার বৃষ্টি হবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এরপর মঙ্গলবার বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়ায়। বুধবার বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও আগামী শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবি ও সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা।
একাদশ তম নিম্নচাপ
সেপ্টেম্বর মাসের ২ তারিখ বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের জন্ম হতে পারে। সেক্ষেত্রে ৪১ দিনের মাথায় বঙ্গোপসাগরে একাদশ নিম্নচাপ তৈরি হতে চলেছে। হাওয়া অফিস জানাচ্ছে, এই নিম্নচাপ বঙ্গে খুব বেশি প্রভাব না ফেললেও এর জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় সেপ্টেম্বরর ২, ৩ এবং ৪ তারিখ মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতায় রোদের দেখা মিলবে?
রবিতে কলকাতায় রোদ ঝলমলে আকাশের দেখা মিলতে পারে। সঙ্গে বাড়বে তাপমাত্রাও। আগামী ৪৮ ঘণ্টার জন্য বৃষ্টি কমবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে মঙ্গল থেকে ফের বাড়বে বৃষ্টি।