West Bengal Winter Update: এক ধাক্কায় ৭.২ ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা, কোন জেলায় কেমন ঠান্ডা?

কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ফারাক মাত্র ৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আর তাই শীতে যবুথবু দশা হচ্ছে শহরবাসীর। ডিসেম্বরের শহরে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। এদিকে, জেলায় জেলায় পারদ পতন অব্যাহত। কোথায় কত নামল তাপমাত্রা? কেমন থাকবে বর্ষবরণের আবহাওয়া। রইল বিস্তারিত আপডেট...

Advertisement
এক ধাক্কায় ৭.২ ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা, কোন জেলায় কেমন ঠান্ডা? আবহাওয়ার আপডেট
হাইলাইটস
  • কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নামল ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে
  • হাড়কাঁপানো ঠান্ডা কলকাতা থেকে জেলায়
  • ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি কেমন থাকবে আবহাওয়া?

সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে আর সর্বোচ্চ ১৮ ডিগ্রির ঘরে। তফাৎ মাত্র ৭ ডিগ্রির। আর তাই শীতে বেকাবু কলকাতা। বছরের শেষে এসে শীত একেবারে জাঁকিয়ে বসেছে শহরে। অন্যান্য জেলাগুলির কী দশা? কতটা হাড়কাঁপানো ঠান্ডা পড়ছে দুই বঙ্গে?

শীতে যবুথবু কলকাতা
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি কম। অর্থাৎ শহরে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ফারাক ছিল মাত্র ৪.৭ ডিগ্রি। এর জেরে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে শহরে। শুধু কি তাই, রোদের দেখা মেলেনি সারাদিন। কুয়াশাচ্ছন্ন ডিসেম্বরের শহরে লেপ-কম্বল, সোয়েটার-মোজাই ছিল শহরবাসীর সঙ্গী। বছর শেষে এমন জাঁকিয়ে ঠান্ডা পেয়ে খুশি শীতপ্রেমীরা। 

কোথায় কত ছিল তাপমাত্রা? 
কলকাতার পাশাপাশি জেলায় জেলায় প্রবল ঠান্ডা। কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। দমদমে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। হাওড়াতে ২০ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় এ দিনও তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে। এ দিন বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমেছিল। বর্ধমানে ৯.৮ ডিগ্রি, আসানসোলে ১০.১ ডিগ্রি, শ্রীনিকেতনে ১০.৫ ডিগ্রি, কাঁথিতে ১০.৫ ডিগ্রি, পুরুলিয়াতে ১০.২ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়াও বহরমপুরে ১০, কলাইকুণ্ডায় ১০.৮, মেদিনীপুরে ১১.৫,  পানাগড়ে ১১.৬,কল্যাণীতে ১১.৮, ব্যারাকপুরে ১২.৪, দিঘায় ১২, কৃষ্ণনগরে ১২.৬, উলুবেড়িয়ায় ১২.৪ ডিগ্রিতে নেমেছিল পারদ। 

উত্তরবঙ্গও কাঁপছে শীতে। দার্জিলিঙে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা রাজ্যের মধ্যে সর্বনিম্ন। আলিপুরদুয়ারে ৯ ডিগ্রিতে নেমেছিল পারদ।

কেমন থাকবে বর্ষবরণ ও নতুন বছরের আবহাওয়া?
কলকাতায় মঙ্গলবার আকাশ মূলত পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে সর্বত্র। এর ফলে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। তবে উত্তরবঙ্গের কুয়াশা নিয়ে আলাদা করে সতর্ক করেছে আলিপুর। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজুরে সোমবার এবং মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে।

Advertisement


আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা এ রকমই থাকবে। পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ৯-১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াস। বর্ষবরণের রাতে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা, যেমন সান্দাকফু, চটকপুরে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমেও তুষারপাত হতে পারে। 

কবে থেকে বাড়বে তাপমাত্রা?
তারপরের ৩ দিনে  সর্বনিম্ন তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। কারণ জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং আরও একটি উত্তর পশ্চিম ভারতে ঢুকবে মঙ্গলবার। তার প্রভাবে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধা পেতে পারে। তাই ঊর্ধ্বমুখী হতে পারে পারদ।

 

POST A COMMENT
Advertisement