পশ্চিমবঙ্গের রাজ্যপালখুনের হুমকি পেয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর কাছে 'বোমা মেরে উড়িয়ে দেওয়ার' হুমকি এসেছে। এমনটাই জানিয়েছেন লোক ভবনের একজন সিনিয়র অধিকারিক।
যতদূর খবর, বৃহস্পতিবার রাতে হুমকি দেওয়া একটি ইমেল এসেছে রাজ্যপালের কাছে। যার ফলে নিরাপত্তা বেড়েছে বোসের।
সেই আধিকারিক জানিয়েছেন, রাজ্যপালকে বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। রাজ্যপালের স্পেশাল ডিউটি অফিসার ইতিমধ্যেই বিষয়টা অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রককে জানিয়েছে বলেই খবর। তারপর নিরাপত্তা বেড়েছে রাজ্যপালের। সিআরপিএফ এর পাশাপাশি পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এই হুমকি মেইল পাওয়ার পরই রাজ্যপালের নিরাপত্তা নিয়ে তোরজোর শুরু হয়ে যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা রাতেই মিটিং করেন। এরপরই হাই অ্যালার্ট জারি করা হয়।
লোকভবনের আধিকারিকরা জানিয়েছেন, হুমকি ইমেইল পাঠানো সেই ব্যক্তি নিজের মোবাইল নম্বরটাও দিয়ে দিয়েছেন। তাই সেই ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়ে গোটা বিষয়টা সম্পর্কে অবগত করা হয়েছে রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ বা ডিজিপি-কে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানান হয়েছে হুমকির বিষয়ে। যদিও এখনও অপরাধীর খোঁজ মেলেনি বলেই খবর।
মাথায় রাখতে হবে, Z প্লাস সিকিউরিটি পান সিভি আনন্দ বোস। আর সেই সিকিউরিটি আরও বাড়ানো হল। এখন থেকে বাড়তি ৬০ থেকে ৭০ জন যোগ হল তাঁর নিরাপত্তায়।
মমতাকে নিয়ে প্রশ্ন
এই হুমকি নিয়ে ইতিমধ্যেই রাজনীতি শুরু হয়ে গিয়েছে। বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য এক্স-এ পোস্ট করে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যপালও নিরাপদ নন।
তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে আপনাদের স্বাগত। এখানে রাজ্যপাল পর্যন্ত নিরাপদ নন। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রাইভেট ফার্ম যা কি না কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, সেই সংস্থার বিরুদ্ধে থাকা তথ্যপ্রমাণ ইডির থেকে হাতিয়ে নেওয়ার কাজে ব্যস্ত। একজন ব্যর্থ নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।'