CV Ananda On RG Kar Hospital Horror: 'এমন মশকরা অনেকদিন শুনিনি', মমতার কোন দাবিতে এমন বললেন রাজ্যপাল?

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সিভি আনন্দ বোসের কটাক্ষ,মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, অভিযুক্তকে ফাঁসি দেওয়া হোক আগে, তার পর বিচার চলুক। এমন কৌতূক অনেকদিন শুনিনি।

Advertisement
'এমন মশকরা অনেকদিন শুনিনি', মমতার কোন দাবিতে এমন বললেন রাজ্যপাল?   রাজ্য়পাল সিভি আনন্দ বোস এবং মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • আরজি কর-কাণ্ডে পুলিশি তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল।
  • ইন্ডিয়া টুডে-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকার সিভি আনন্দ বোসের।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন,'জেকিল অ্যান্ড হাইডের মতো আচরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়'।   

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সিভি আনন্দ বোসের কটাক্ষ,মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, অভিযুক্তকে ফাঁসি দেওয়া হোক আগে, তার পর বিচার চলুক। এমন কৌতূক অনেকদিন শুনিনি। তিনি বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় ওই ব্যক্তিকে আগে ফাঁসি দেওয়া হোক, তারপর মামলা চলুক। কেমন যেন রোমান শাসকের মতো শোনাচ্ছে। জেকিল আর হাইডের মতো আচরণ করছেন। উনি আগে থেকেই জানেন, কে কী করেছে'।

আরজি কর-কাণ্ডে পুলিশি তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। সেই সঙ্গে কলকাতা পুলিশের পদাধিকারীদের নিয়েও যে তাঁর আপত্তি রয়েছে তাও জানিয়েছেন। তাঁর কথায়,'আরজি কর-কাণ্ডে তদন্তে ব্যর্থ হয়েছে পুলিশ। সাধারণ মানুষ সংশয়ে, কে পুলিশ আর কে চোর? যেভাবে পুলিশ হেলাফেলা করে তদন্ত করেছে পুলিশ, তাতে আমি খুশি নই'।

তাঁর সংযোজন'আরজি কর হাসপাতালে ঘটনাটি ঘটার পরই আমি মুখ্যমন্ত্রীকে দীর্ঘ চিঠি লিখেছিলাম। কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই পরামর্শ দিয়েছিলাম। সেই সঙ্গে সংবিধানের অনুচ্ছেদ ১৬৭ মেনে রিপোর্ট জমা দিতে বলেছিলাম। বলাই বাহুল্য, গত ৫ বছরে আমি অন্তত ৩০টি চিঠি লিখেছি মুখ্যমন্ত্রীকে, একটারও জবাব আসেনি। এটা অসাংবিধানিক'।

বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি করছে বিরোধীরা। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন.'ভারতীয় সংবিধান এতটাই শক্তিশালী যে কোনও ব্যবস্থা নেওয়া যেতে পারে। আমি পরিস্থিতির উপর নজর রাখি। যখন দরকার হবে ভারত সরকারকে রিপোর্ট পাঠাব'।  
 

POST A COMMENT
Advertisement