রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর। আগামী ২৫ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সেদিন বন্ধ থাকবে সব সরকারি দফতর, স্কুল-কলেজ। নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, করম পুজো উপলক্ষ্যে ২৫ সেপ্টেম্বর ছুটি থাকবে।
এমনিতেই ২৩ ও ২৪ সেপ্টেম্বর শনি ও রবিবার। অর্থাৎ টানা তিনদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা। পুজোর আগে এই ছুটি পেয়ে খুশি সরকারি কর্মীরা। এর আগের বছর পর্যন্ত যাঁদের এই উৎসব তাঁরাই শুধুমাত্র এই ছুটি পেতেন। তবে এবছরই রাজ্য সরকারের তরফে ছুটির ক্যালেন্ডার প্রকাশের সময় জানানো হয়, করম পুজোতে সব সরকারি কর্মীদের ছুটি ঘোষণা হতে পারে। তবে তা নিশ্চিত করে জানানো হয়নি। তবে এদিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়।
এবছর বিশ্বকর্মা পুজো পড়েছে ১৭ সেপ্টেম্বর। সেদিন রবিবার। বিশ্বকর্মা পুজোতে এমনিতেই ছুটি পান সরকারি কর্মীরা। তবে এবছর রবিবার হওয়ায় তাঁদের মন খারাপ ছিল। তবে করম পুজোর ছুটি মেলায় খুশি সরকারি কর্মীরা।
এমনিতে এই করম পুজো ধুমধাম সহ পালিত হয় বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জঙ্গলমহলের জেলাগুলিতে। এই পুজো পালনের জন্য মানুষের উৎসাহ থাকে চোখে পড়ার মতো।
বাংলা পঞ্জিকা মতে, ভাদ্র মাসের শুক্লা একাদশীতে পালিত হয় এই উৎসব। করম গাছের ডাল মাটিতে পুঁতে শুরু হয় উৎসব। কোথাও কোথাও মেলাও বসে করম পুজো উপলক্ষে। সাত দিন আগে থেকেই এই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে যায়। এই উৎসবের দিন সারা রাত ধরে করম নাচ হয়ে থাকে। এই উৎসবে আদিবাসীদের জঙ্গলকেন্দ্রিক জীবনধারায় প্রতিফলন দেখা যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন, বাংলায় সব উৎসবকে সমান গুরুত্ব দেয় এই সরকার। এখানে দুর্গাপুজো এবং ইদে ছুটি পায় সব সম্প্রদায়ের মানুষজন। রঘুনাথ মুর্মু থেকে পঞ্চানন বর্মার জন্মদিনেও পুরোপুরি ছুটি থাকে।