ED বনাম রাজ্য সংঘাত গড়াল সুপ্রিম কোর্টে, ক্যাভিয়েট দাখিল নবান্নের

I-PAC এর অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে ED রেড নিয়ে রাজ্য সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে কেন্দ্রীয় এজেন্সির। দ্রুত শুনানি চেয়ে ED সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বল মনে করা হচ্ছে। তার আগেই এবার দেশের সর্বোচ্চ আদালতে পৌঁছে গেল রাজ্য। দাখিল করা হল ক্যাভিয়েট।

Advertisement
ED বনাম রাজ্য সংঘাত গড়াল সুপ্রিম কোর্টে, ক্যাভিয়েট দাখিল নবান্নেরসুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্যের
হাইলাইটস
  • সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্যের
  • ED শুনানির জন্য আবেদন করতে পারে বলে অনুমান
  • একতরফা শুনানি এড়াতেই এই সিদ্ধান্ত

তৃণমূল ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মধ্যে টানাপোড়েনের মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। I-PAC এর ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ED তল্লাশি ঘিরে তৈরি হওয়া পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকার। এই ক্যাভিয়েট আবেদনটি দায়ের করেছেন কুণাল মিমানি। 

ED বনাম রাজ্য সরকার মামলায় এই পদক্ষেপটি এমন একটি সময়ে করা হয়েছে যখন I-PAC সংক্রান্ত কেসে ED দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে পারে বলে জোর আলোচনা চলছে। ক্যাভিয়েটের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, এই কেসে যদি শীর্ষ আদালত কোনও শুনানি করে তবে রাজ্য সরকারের বক্তব্য না শুনে যেন কোনও একতরফা নির্দেশ জারি না করা হয়। 

অন্যদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও তাদের হাতে থাকা সমস্ত আইনি বিকল্প খতিয়ে দেখছে, যার মধ্যে সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টিও রয়েছে। ED জানিয়েছে, চূড়ান্ত আইনি কৌশল নির্ধারণের আগে তারা সমস্ত দিক বিবেচনা করছে। 

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে ED একটি আবেদন দায়ের করেছিল, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তল্লাশি অভিযানে বাধা দেওয়ার অভিযোগে FIR দায়েরের দাবি জানানো হয়। তবে ওই মামলার শুনানি এখনও হয়নি। প্রথম সিঙ্গল বিচারপতির বেঞ্চ এবং পরে কার্যনির্বাহী প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চও ১৪ জানুয়ারির আগে কোনও শুনানি করতে অস্বীকার করেছে। 

এরপর থেকেই জল্পনা বাড়ে ED-র আবেদনের শুনানি সোমবার, ১২ জানুয়ারি হতে পারে। সেই প্রেক্ষিতেই দ্রুত শুনানির দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছিল ED। এই সম্ভাবনাকে মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার আগাম সতর্কতা হিসেবে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট আবেদন দাখিল করেছে তৃণমূল। 

 

POST A COMMENT
Advertisement