Kolkata Rain Update: মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টি, আজ কেমন থাকবে আবহাওয়া?

আজ রবিবার, কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ এক-দু'পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। 

Advertisement
মেঘলা আকাশ, সঙ্গে হালকা বৃষ্টি, আজ কেমন থাকবে আবহাওয়া?ফাইল ছবি।
হাইলাইটস
  • সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা।
  • রবিবার দিনভরই এমন আবহাওয়া থাকবে।

আজ রবিবার, কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। বজ্রবিদ্যুৎ-সহ এক-দু'পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। 

গত জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে গত অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলে যায়। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। কালীপুজোও ব্যতিক্রম হয়নি। তবে চলতি বছরের ফেব্রুয়ারির গোড়ায় বৃষ্টির কোনও ইঙ্গিত ছিল না। কিন্তু হঠাৎ মেঘাচ্ছন্ন আকাশে অস্বস্তি বাড়ে শহরের। মার্চে অবশ্য ছবিটা বদলে যায়। 

অন্যদিকে, একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের কাছে রয়েছে সেটা। তবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের উপর এর খুব একটা প্রভাব পড়বে না।

এদিকে, এরই মধ্যেই দিল্লিতে ফের বিপদসীমা অতিক্রম করল যমুনার জলস্তর। আজ, শুক্রবার জলস্তর পৌঁছেছে ২০৫.৩৩ মিটারে। যার জেরে নিচু জলমগ্ন এলাকায় পুনর্বাসনের কাজে বিঘ্ন ঘটছে। কেন্দ্রীয় জল কমিশনের তথ্য অনুযায়ী, আজ সন্ধে ৬টা নাগাদ জলস্তর পৌঁছয় ২০৫.৩৪ মিটারে, রাত ১১টা নাগাদ তা বেড়ে ২০৫.৪৫ মিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

POST A COMMENT
Advertisement