scorecardresearch
 

Sadhan Pandey Passes Away: প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের দেহ বিকেলেই আসছে কলকাতায়, কাল শেষকৃত্য

গতবছর জুলাই মাসে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাধন পাণ্ডে। তারপর থেকেই আইসিসিইউতে ভেন্টিলেশনে ছিলেন। তবে সেই লড়াই শেষ হয়ে গেল রবিবার সকালে। মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হলেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে।

Advertisement
প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে প্রয়াত রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে
হাইলাইটস
  • গতবছর জুলাই মাসে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাধন পাণ্ডে
  • তারপর থেকেই আইসিসিইউতে ভেন্টিলেশনে ছিলেন
  • তবে সেই লড়াই শেষ হয়ে গেল রবিবার সকালে


গতবছর জুলাই মাসে ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাধন পাণ্ডে। তারপর থেকেই আইসিসিইউতে ভেন্টিলেশনে ছিলেন। তবে সেই লড়াই শেষ হয়ে গেল রবিবার সকালে। মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হলেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী সাধন পাণ্ডে। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

রবিবার সকালে সাধন পাণ্ডের মৃত্যুর খবর সামনে আসতেই ট্যুইট করে শোকজ্ঞাপন করেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। গত সেপ্টেম্বরে চিকিৎসকার জন্য মুম্বই নিয়ে যাওয়া হয়েছিল সাধনবাবুকে। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে।

গত কয়েকদিন ধরেই মমতা মন্ত্রিসভার অন্যতম সিনিয়র এই মন্ত্রীর অবস্থা সঙ্কটজনক ছিল।   বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত দীর্ঘদিন আর রাজনীতির ময়দানে দেখা যায়নি তাঁকে। গত বছর থেকেই গুরুতর অসুস্থ ছিলেন। গত বছর, ফুসফুসে সংক্রমণ নিয়ে মানিকতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাধন। পাণ্ডে ছিলেন ভেন্টিলেশনেও। সর্বদাই তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তৈরি করা হয়েছিল বিশেষ মেডিক্যাল টিমও। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ইনফ্লুয়েঞ্জার সঙ্গে অন্যান্য় বয়সোচিত শারীরিক সমস্যার কারণেই আরও দূর্বল সাধনবাবু। তাঁর হৃদস্পন্দন এবং রক্তচাপের মাত্রাও সন্তোষজনক ছিল না। প্রাথমিকভাবে তাঁকে আইসিউতেও রাখা হয়েছিল। একাধিক কো-মর্বিডিটি থাকার কারণে চিকিৎসকেরা কোনওরকম ঝুঁকি নিতে চাননি। সাধনবাবুর সুস্থতার কামনায় পুজোও দিয়েছিলেন অনুগামীরা। পুজো দিয়ে বাবার আরোগ্য কামনা করেছিলেন মেয়ে শ্রেয়াও। তবে, মন্ত্রীর স্বাস্থ্যের বিশেষ উন্নতি হয়নি। এ বার ৭১ বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করলেন সাধন পাণ্ডে।

Advertisement

বছর দশের আগে কিডনি প্রতিস্থাপন করতে হয়েছিল সাধন পাণ্ডের। তবে রাজনীতি থেকে দূরে সরে যাননি। গত বিধানসভাতেও  বিজেপি প্রার্থী  কল্যাণ চৌবেকে উত্তর কলকাতা কেন্দ্র থেকে সাধন পাণ্ডে হারান ২০,২৩৮ ভোটে। এবারের ভোটে জেতার পর সাধন পাণ্ডেকে ক্রেতা সুরক্ষা দফতরের পাশাপাশি রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতরেরও মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অসুস্থতার জন্য গত অগস্ট মাসে ওই দু’টি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রত মুখোপাধ্যায়কে। তবে সুব্রতের আচমকা মৃত্যুতে ফের হাতবদল হয় ওই দুই দফতরের। সাধন পাণ্ডেকে  অবশ্য দফতরহীন মন্ত্রী রেখে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে আজ বিকেলেই সাধন পাণ্ডের দেহ আনা হচ্ছে কলকাতায়। সোমবার সম্পন্ন হবে শেষকৃত্য। 

Advertisement