কলকাতার মানুষজনের জন্য গরম থেকে সাময়িক স্বস্তির বার্তা নিয়ে এলো আজকের আবহাওয়া। দক্ষিণবঙ্গে বিশেষ করে কলকাতা-সহ একাধিক জেলায় আজ সকাল থেকেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, এই পরিস্থিতি চলবে আগামী ৫ মে পর্যন্ত। এই কয়েকদিন ধরে প্রতি দিনই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। একইসঙ্গে রাজ্যের চারটি জেলায় জারি করা হয়েছে ‘কমলা সতর্কতা’।
বৃষ্টির প্রভাবে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা গত কয়েক দিনের তুলনায় অনেকটাই কম। শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ৯৪ শতাংশ এবং ন্যূনতম ৫২ শতাংশ থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু এলাকায় সেই গতি ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টাও ছুঁতে পারে। উত্তরবঙ্গেও এই সময়ের মধ্যে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এই বৃষ্টিপাতের ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গ—দু’জায়গাতেই আগামী পাঁচ দিন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও হেরফের হবে না বলে জানানো হয়েছে।
তীব্র গরমে হাঁসফাঁস করা শহরবাসীর কাছে এই ঝড়বৃষ্টি ও বৃষ্টিপাত যেন এক স্বস্তির নিঃশ্বাস। তবে হাওয়া অফিসের পরামর্শ, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সময় নিরাপদ স্থানে থাকা এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরনোই বুদ্ধিমানের কাজ।
চাষের জন্যও এই বৃষ্টিপাত কিছুটা উপকারী হতে পারে, তবে অত্যধিক ঝোড়ো হাওয়া কৃষির ক্ষতি করতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।