scorecardresearch
 

West Bengal Weather : বাংলার আকাশে দুর্যোগ, টানা ৩ দিন লাগাতার বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

রাজ্যের আকাশে দুর্যোগের পূর্বাভাস। রাজ্যজুড়ে টানা তিনদিন বৃষ্টি হবে, পূর্বাভাস আবহাওয়া বিভাগের। মৌসম ভবনের পূর্বাভাস, মৌসুমী বায়ু এখন সক্রিয়।

Advertisement
West Bengal Weather West Bengal Weather
হাইলাইটস
  • রাজ্যের আকাশে দুর্যোগের পূর্বাভাস
  • রাজ্যজুড়ে টানা তিনদিন বৃষ্টি হবে, পূর্বাভাস আবহাওয়া বিভাগের

রাজ্যের আকাশে দুর্যোগের পূর্বাভাস। রাজ্যজুড়ে টানা তিনদিন বৃষ্টি হবে, পূর্বাভাস আবহাওয়া বিভাগের।  মৌসম ভবনের পূর্বাভাস, মৌসুমী বায়ু এখন সক্রিয়। সেই কারণে বৃষ্টি চলছে লাগাতার। এমনিতেই পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সেরকমই বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে। 

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ডে চারদিন ভারী বৃষ্টিপাত হতে পারে।  পশ্চিমবঙ্গ এবং সিকিমে ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়েও ওই কটা দিন প্রচুর বৃষ্টিপাত হতে পারে। 

বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। তাই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার থেকে। 

আরও পড়ুন

তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, কোঙ্কন ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, কেরলা ও মাহে, লক্ষদ্বীপ, এবং কর্ণাটক সহ নানা জায়গাতে এই কদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।  অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানার মতো উপকূলীয় রাজ্যগুলিতেও  বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ জুড়ে। জম্মু-কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, দিল্লিতে আগামী পাঁচ দিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সময়ে আবার মধ্যপ্রদেশ, পূর্ব উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের নানা এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হবে। 

Advertisement