স্বাস্থ্যসাথী প্রকল্পে এবার নিয়মে পরিবর্তন করল রাজ্য সরকার। এই নিয়মে পরিবর্তন ডাক্তারদের জন্য। এখন থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পের কোনও পরিষেবা দিতে হলে সংশ্লিষ্ট ডাক্তারকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নথিভুক্ত করতে হবে। ভিন রাজ্যে রেজিস্ট্রেশন থাকা ডাক্তারদের জন্যও এটা প্রযোজ্য। অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এখানে চিকিৎসা পরিষেবা দিতে চাইলে কাজ শুরুর ৬ মাসের মধ্যে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করাতে হবে।
স্বাস্থ্য দফতরের ব্যাখ্যা স্বাস্থ্যসাথীর আওতায় চিকিৎসা সম্পর্কিত কোনও অভিযোগের তদন্ত বা বিল চেকের সময়ে চিকিৎসকের খোঁজ পেতে সমস্যা হয়। অনেক সময় চিকিৎসা করা ডাক্তার শুধুমাত্র তাঁর রেজিস্ট্রেশন নম্বর লিখে ছেড়ে দেন। একটি ক্ষেত্রে নম্বর ধরে খোঁজ করতে গিয়ে দুজন ডাক্তারের নামের সন্ধান মিলছে। তাঁদের মধ্য়ে এক জনের রেজিস্ট্রেশন আবার অন্য রাজ্যে। তিনি বাংলায় কাজ করলেও রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করাননি।
তাই এবার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা পরিষেবা দিতে হল চিকিৎসকের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। অন্যথায় বিল আটকে যেতে পারে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের অনুমোদন নেই, এমন চিকিৎসককে দিয়ে যাতে স্বাস্থ্যসাথী প্রকল্পের কাজ করানো না হয় সে বিষয়ে হাসপাতালগুলিতে সতর্ক করা হয়েছে। বাংলার কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় কোনও চিকিৎসক রোগী দেখতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। এছাডা়ও রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যের সব চিকিৎসককে বাধ্যতামূলক ভাবে স্বাস্থ্যসাথী পোর্টালে নাম রেজিস্ট্রেশন করাতে হবে। আধার ও প্যান কার্ডের নম্বর দিতে হবে।