
ঠিক যখন বেরলেন পার্থ চট্টোপাধ্যায়টানা ১২০৭ দিন পরে জেলমুক্তি হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় আগেই মুক্তি পেয়েছিলেন। আজ অর্থাত্ মঙ্গলবার দুপুরে জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরলেন। ২০৩ দিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সেই হাসপাতাল থেকেই বাড়ির পথে গেলেন বাংলায় শিক্ষা দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ বেরতেই তাঁরা একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস
সোমবারই জেলমুক্তির নির্দেশ দেওয়া হয়েছিল পার্থকে। কিন্তু আইনি প্রক্রিয়া মিটিয়ে আজ অর্থাত্ মঙ্গলবার বাড়ি গেলেন। দুপুর ২টো নাগাদ বাইপাসের কাছের একটি হাসপাতাল থেকে হুইলচেয়ারে করে বের করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। পার্থর অনুগামীরা আগে থেকেই হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন। পার্থ বেরতেই তাঁরা একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন। চিত্কার, 'পার্থদা জিন্দাবাদ। জয় বাংলা।' এই সব দেখে পার্থ চট্টোপাধ্যায় আবেগী হয়ে পড়লেন। দেখা গেল, তিনি কাঁদছেন। কোনও কথা বলেননি। শুধু হাতজোড় করে কাঁদছিলেন গাড়িতে বসে।

টাকার পাহাড় মিলেছিল ২০২২ সালে
২০২২ সালের ২৩ জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে পার্থকে গ্রেফতার করা হয়েছিল। পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাটে ৫১ কোটি নগদ টাকা পাওয়া গিয়েছিল। ইডি-র তল্লাশিতে টাকার পাহাড় উদ্ধার হয়েছিল। অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা ছিল ওই নগদ টাকাগুলি। ইডির হাতে প্রথমে গ্রেফতার হন অর্পিতা, পরে পার্থকেও গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

২০০ দিনের বেশি হাসপাতালে ভর্তি ছিলেন
নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত শুরু করার সিবিআই-ও পার্থকে গ্রেফতার করে। সেই থেকে জেলবন্দি ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রেসিডেন্সি সংশোধনাগারে ছিলেন। বারবার অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু জামিন মিলছিল না। এরপর প্রথমে ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে অন্য মামলায় নিম্ন আদালতেও জামিন পান। গত সেপ্টেম্বরে সিবিআইয়ের মামলাতেও জামিন পান পার্থ। ২০০ দিনের বেশি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। নানা শারীরিক সমস্যা।
পার্থর জামিন প্রসঙ্গে এদিন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, 'পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি মানেই তিনি অভিযোগ থেকে মুক্ত নন। আমরা আশা করব, পার্থ চট্টোপাধ্যায় এবার সব বলবেন বাইরে এসে। এটা তৃণমূলের একটি সংগঠিত অপরাধ। একা পার্থ চট্টোপাধ্যায়কে কাঠগড়ায় তোলা হয়েছে। তাই আশা করব, এবার উনি সব বলবেন।'