আবারও ঝেঁপে বৃষ্টি নামবে বঙ্গে। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে। আর তার জেরে বাংলার জেলায় জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা জলপাইগুড়ি এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্দিকে, মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটিই শক্তি বাড়িয়ে বুধবার উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। আর তাতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কবে কোথায় বৃষ্টি?
বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দিনভর শহরের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।