scorecardresearch
 

West Bengal Weather Forecast: ফের ঘূর্ণাবর্ত, পুজোয় কি কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি? যা জানাচ্ছে হাওয়া অফিস

পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আর তা নিম্নচাপে পরিণত হতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই নিম্নচাপের কি কোনও প্রভাব বাংলার উপর পড়বে? হাওয়া অফিস সূত্রে খবর, এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনও প্রভাব বাংলার উপর পড়বে না।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে।
  • আর তা নিম্নচাপে পরিণত হতে পারে।

পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আর তা নিম্নচাপে পরিণত হতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই নিম্নচাপের কি কোনও প্রভাব বাংলার উপর পড়বে? হাওয়া অফিস সূত্রে খবর, এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনও প্রভাব বাংলার উপর পড়বে না। পুজোতে ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত মূলত ঝলমলে আবহাওয়া থাকবে। উত্তুরে হাওয়া ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে চলেছে। নবমী এবং দশমী সামান্য আবহাওয়ার বদল হতে পারে। 

একনজরে কলকাতার আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। আগামী ২৪ ঘণ্টা কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তা ধীরে ধীরে কমবে। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মেঘমুক্ত থাকবে আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকতে পারে।

রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ। অষ্টমী পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
অষ্টমী পর্যন্ত মোটের উপর শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। তবে নবমী থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। নবমী এবং দশমী বিক্ষিপ্তভাব খুবই হালকা বৃষ্টিপাত হতে পারে কিছু জেলায়। তবে ধীরে ধীরে দক্ষিণা বাতাসের জায়গা নেবে উত্তুরে বাতাস। ফলে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমতে চলেছে।

আরও পড়ুন

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। আগামী ২৪ ঘণ্টা কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তা ধীরে ধীরে কমবে। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মেঘমুক্ত থাকবে আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকতে পারে।

Advertisement

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতে ক্রমশ কমবে বৃষ্টিপাতের পরিমাণ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি-এই জেলাগুলিতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ধীরে ধীরে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। সোম এবং মঙ্গল উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্কই।

 

Advertisement