scorecardresearch
 

Weather Forecast For Pujo Week: বোধনে শুরু, সপ্তমীতে ভারী বর্ষণ, পুজোয় কোন দিন কোন জেলায় বৃষ্টি?

Weather News: হাওয়া অফিস জানিয়েছে, দেবীর বোধনের দিনই উত্তর-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। সপ্তমীতে সেটি পরিণত হবে নিম্নচাপে। 

Advertisement
পুজোয় কেমন থাকবে আবহাওয়া? পুজোয় কেমন থাকবে আবহাওয়া?
হাইলাইটস
  • পুজোয় এবার বৃষ্টি।
  • কোথায় কেমন বৃষ্টি হবে?

পুজোয় দুঃসংবাদ! সকাল থেকে মেঘলা আকাশ তো থাকছেই,পাশাপাশি ভারী বৃষ্টি পূর্বাভাসও দিল হাওয়া অফিস। পঞ্চমী ও ষষ্ঠীতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতেও। হাওয়া অফিস জানিয়েছে, দেবীর বোধনের দিনই উত্তর-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। সপ্তমীতে সেটি পরিণত হবে নিম্নচাপে। 

দক্ষিণবঙ্গে বৃষ্টি

সপ্তমীতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। ২ অক্টোবর, সপ্তমীতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে উপকূলের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার দু-এক স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। 

৩ অক্টোবর, অষ্টমীতে  ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার দু-এক জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। 

৪ অক্টোবর, নবমী এবং ৫ অক্টোবর, দশমীতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 

কলকাতা ও সংলগ্ন এলাকায় কেমন থাকবে আবহাওয়া? 

পঞ্চমী ও ষষ্ঠী- বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 
সপ্তমী ও অষ্টমী- মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে দু-এক পশলা মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানাল হাওয়া অফিস।
 
নবমী ও দশম- কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে মেঘলা আকাশ। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা। 

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। 

আরও পড়ুন- ধাক্কা বিজেপির, হাওড়া পুরসভা নিয়ে মামলা খারিজ হাইকোর্টে

Advertisement