Weather Forecast: রাতভর তুমুল বৃষ্টি কলকাতায়, লক্ষ্মীপুজো পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া?

রবিবার কলকাতা শহরে রয়েছে বর্ণাঢ্য কার্নিভ্যাল। তারপর সোমবার ঘরে ঘরে লক্ষ্মীপুজো। কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টির সম্ভাবনা কতটা? নিম্নচাপের গতিবিধিই বা কোন দিকে? রইল আবহাওয়ার সম্পূর্ণ আপডেট...

Advertisement
রাতভর তুমুল বৃষ্টি কলকাতায়, লক্ষ্মীপুজো পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া?আবহাওয়া কেমন থাকবে লক্ষ্মীপুজোয়?
হাইলাইটস
  • কলকাতায় শনি রাতে তুমুল বৃষ্টি
  • রবিবার কার্নিভ্যাল ভাসাবে বৃষ্টি?
  • লক্ষ্মীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?

গতিপথ বদলে ফেলেছে নিম্নচাপ। বর্তমানে সেটি অবস্থান করছে পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি। অথচ তার প্রভাবে বঙ্গে বৃষ্টি অব্যাহত। উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি। এদিকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও শনিবার রাতভর তুমুল বৃষ্টি হল কলকাতায়। সকলেরই প্রশ্ন রবিবার কেমন থাকবে আবহাওয়া? এদিন দুর্গাপুজোর কার্নিভ্যাল রয়েছে রেড রোডে। বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না তো? লক্ষ্মীপুজোতেই বা কেমন থাকবে আবহাওয়া? 

নিম্নচাপের গতিবিধি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপটি সুস্পষ্ট এবং সেটি এগোচ্ছে বিহারের দিকে, উত্তর ও উত্তর পূর্ব দিকে। রবিবারই এটি আরও শক্তি হারাবে।

কোথায় কোথায় বৃষ্টি?
উত্তরবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টি হবে এই নিম্নচাপের প্রভাবে। রবিবার অত্যন্ত ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে। সোমবার, লক্ষ্মীপুজোর দিন বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত কমলেও ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ারে। ৭ অক্টোবর থেকে আবহাওয়া ধীরে ধীরে পাল্টাতে শুরু করবে। বৃষ্টিপাত কমবে।

দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে রবি এবং সোমবার। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়ায়। অন্যান্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে রবি ও সোমবার। 

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ থাকবে রবিবার। দু'এক জায়গায় কয়েক পশলা হাল্কা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। সোমবার বৃষ্টিপাত কমবে শহরে। তবে বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টি হবে। অর্থাৎ কার্নিভ্যালের দিন কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা থাকলেও লক্ষ্মীপুজোয় দুর্যোগের কোনও পূর্বাভাস নেই। 

 

POST A COMMENT
Advertisement