পশ্চিমবঙ্গের আবহওয়ারাজ্যজুড়ে এখন শীতের মরসুম। ভোরে এবং রাতের দিকে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। আর শীতকাপড় গায়ে চাপিয়ে এমন আবহাওয়া জমিয়ে উপভোগ করছে সাধারণ মানুষ।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর ১৫ ডিগ্রির আশপাশেই রয়েছে। তবে চলতি সপ্তাহে পারদ আরও কিছুটা নামার সম্ভাবনা রয়েছে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।
আর শুধু কলকাতা কেন, সারা বাংলার তাপমাত্রাই এখন নিম্নমুখী। বিশেষত, পশ্চিমের জেলাগুলির অনেক জায়গাতেই টেম্পারেচার ১০ ডিগ্রির নীচেও নেমে গিয়েছে। তাই শীত যে নিজের পাওয়ার প্লে ইনিংস ইতিমধ্যেই এখানে খেলা শুরু করে দিয়েছে, এই কথা তো বলাই বাহুল্য!
উত্তুরে হাওয়া প্রবেশ করবে
কনকনে ঠান্ডা উপভোগ করতে চাইলে উত্তুরে হাওয়া ঢোকা মাস্ট। আর তেমনটাই হচ্ছে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। এক্ষেত্রে আগামী কয়েক দিন মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। সেই কারণে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারবে। যার ফলে হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করা যেতে পারে।
তবে উত্তুরে হাওয়ার সঙ্গে বঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট বাড়বে। ফলে কিছুটা হলেও কমতে পারে দৃশ্যমানতা।
দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
বারবারই শীতের তাল কাটে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত। যদিও এখন তেমন কিছু হওয়ার আশঙ্কা নেই বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। যার ফলে বৃষ্টি হবে না। আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক থাকবে। সেই কারণে উত্তুরে হাওয়ার দাপট বাড়তে পারে। যার ফলে তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে।
তবে মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু পাল্লা দিয়ে বাড়বে কুয়াশা। বিশেষত, ভোরের দিকে কুয়াশা সমস্যায় ফেলবে। তাই এই সময় একটু সাবধান হতে হবে।
কেমন রয়েছে উত্তরবঙ্গ?
যারা এই সময় উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে গেছেন, তাদের সময়টা ভালই যাচ্ছে। কারণ, ইতিমধ্যেই তাপমাত্রা ৫ ডিগ্রির আশপাশে নেমে গিয়েছে। আর সেটা আরও কিছুটা নামতে পারে দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ের একাধিক এলাকায় বলে মনে করা হচ্ছে।
এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও অনেকটাই কমেছে তাপমাত্রা। এই সব এলাকাতেও ভাল শীত অনুভূত হচ্ছে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া
কলকাতার তাপমাত্রা মোটের উপর ১৫ ডিগ্রির আশপাশে থাকছে। তবে পরিস্থিতি এখন হাড় কাঁপানো শীতের জন্য প্রস্তুত। সেক্ষেত্রে জাঁকিয়ে আরও কিছুটা কমে যেতে পারে তাপমাত্রা।