West Bengal Weather Update: কালিম্পংয়ের চেয়ে বাঁকুড়ায় বেশি ঠান্ডা, আপনার জেলার কী খবর? IMD আপডেট

গোটা বাংলায় এখন পাওয়ার প্লে ইনিংস খেলছে শীত। ঠান্ডায় কাবু ৮ থেকে ৮০। আর গত কয়েক দিনের মতো আজও একই ট্রেন্ড। কলকাতা সহ গোটা রাজ্যেই তাপমাত্রা কমের দিকে রয়েছে। স্বাভাবিকের থেকে নীচে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আর সেই কারণেই ঠান্ডায় জবুথবু অবস্থা রাজ্যবাসীর।

Advertisement
কালিম্পংয়ের চেয়ে বাঁকুড়ায় বেশি ঠান্ডা, আপনার জেলার কী খবর? IMD আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়া
হাইলাইটস
  • গোটা বাংলায় এখন পাওয়ার প্লে ইনিংস খেলছে শীত
  • গত কয়েক দিনের মতো আজও একই ট্রেন্ড
  • কলকাতা সহ গোটা রাজ্যেই তাপমাত্রা কমের দিকে রয়েছে

গোটা বাংলায় এখন পাওয়ার প্লে ইনিংস খেলছে শীত। ঠান্ডায় কাবু ৮ থেকে ৮০। আর গত কয়েক দিনের মতো আজও একই ট্রেন্ড। কলকাতা সহ গোটা রাজ্যেই তাপমাত্রা কমের দিকে রয়েছে। স্বাভাবিকের থেকে নীচে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আর সেই কারণেই ঠান্ডায় জবুথবু অবস্থা রাজ্যবাসীর।

তাই আর সময় নষ্ট না করে আজ কোন জেলায় কতটা নেমেছে পারদ, সেই তথ্যটা জেনে নেওয়া যাক।

কলকাতায় তাপমাত্রার কী হাল?

IMD-এর তথ্য জানাচ্ছে, আজ কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম।

এছাড়া সল্টলেকের তাপমাত্রাও কমতির দিকেই ছিল। আজ এই এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াল। ও দিকে আবার দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। এটা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি কম।

জেলায় জেলায় পরিস্থিতি একই

আজ রাজ্যের প্রতিটি জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা নীচের দিকেই ছিল। IMD পশ্চিমবঙ্গের কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গার সর্বনিম্ন তাপমাত্রা সম্পর্কে জানিয়েছে-

আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি, বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি, বাঁকুড়ায় ৭.১ ডিগ্রি, বিষ্ণুপুরে ৭.১ ডিগ্রি, বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি, ডায়মন্ডহারবারে ১০.৩ ডিগ্রি, দিঘা ১০.১ ডিগ্রি, মুর্শিদাবাদ ৮.৮ ডিগ্রি, পুরুলিয়া ১০ ডিগ্রি, শান্তিনিকেতন ১০.২ ডিগ্রি ও শ্রীনিকেতন ৭ ডিগ্রি।

উত্তরের সর্বনিম্ন তাপমাত্রা জেনে নিন

কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, দার্জেলিং ২.৮ ডিগ্রি, জলপাইগুড়ি ৯.১ ডিগ্রি, কালিম্পং ১০ ডিগ্রি, মালদা ৯.৪ ডিগ্রি।

তাই এই কথা সহজেই বলা যায় যে যাঁরা এখন উত্তর বাংলায় রয়েছেন, তাঁরা বেশ ভালভাবেই শীত উপভোগ করছেন। বিশেষত, দার্জিলিঙের তাপমাত্রা হল নজরকাড়া।

কী হবে এরপর?

হাওয়া অফিসের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে আগামী দুই দিন মোটের উপর শীত বজায় থাকবে। শনিবার পর্যন্ত একই থাকবে আবহাওয়া। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর এমন হাওয়া বদলের পিছনে পরোক্ষভাবে থাকবে একটি নিম্নচাপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

কুয়াশার দাপট

বাংলায় এখন শীতের ঝোড়ো ইনিংস চলছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। ভোরের দিকে দৃশ্যমানতা অনেকটাই কমে আসছে। যার ফলে গাড়ি চালকদের সাবধান করছে হাওয়া অফিস। এই সময় যানবাহন চালালে অবশ্যই সাবধান হতে হবে।

POST A COMMENT
Advertisement