বসন্ত এল বলে। শীতের বিদায়ও আসন্ন। কলকাতা-সহ একাধিক জেলার আবহাওয়া তেমনই ইঙ্গিত দিচ্ছিল ক'য়েকদিন ধরে। তারমধ্যেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও মাঝে মধ্যেই কনকনে ঠান্ডা টের পাচ্ছেন বঙ্গবাসী। তাপমাত্রার পারদের ওঠানামার পরিস্থিতির মধ্যেই এল বৃষ্টির পূর্বাভাস। সরস্বতী পুজোয় জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝড়ো হাওয়া বইতে পারে।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের আট জেলায়। সোমবার সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বৃহস্পতিবার সরস্বতী পুজোর পরের দিন দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। শীতের আমেজ কমে বাড়বে উষ্ণতা। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারেো। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে। সরস্বতী পুজোর পরের দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় রয়েছে বৃষ্টির ভ্রুকুটি।
বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি এলাকায়। ভিজতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। শনিবার থেকে বৃষ্টি থামলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টির পর শীত বিদায় নিতে পারে।
অন্যদিকে, শীতের বিদায় বেলাতেও রবিবার ঠান্ডা ছিল বেশ। রবিবার, আবহাওয়া দফতর আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি রেকর্ড করেছে, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯।
কলকাতায় উত্তর-পশ্চিমী বাতাস দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা। সেলসিয়াস এখন বাড়তে চলেছে। পূর্বাভাস অনুযায়ী সোমবার সর্বনিম্ন তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আগামী দুদিন সকালে হালকা কুয়াশা থাকবে। বেলা বাড়লে আকাশ হবে পরিস্কার । কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে।