West Bengal Weather Update: কনকনে শীতে ইতি, চলতি সপ্তাহে কত ডিগ্রি বাড়বে তাপমাত্রা? বড় আপডেট

ঝোড়ো পাওয়ার প্লে ব্যাটিং করার পর দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছে কনকনে শীত। এবার ধীরে ধীরে উষ্ণ হচ্ছে আবহাওয়া। জানুয়ারির শেষেই মোটামুটি কনকনে শীত উধাও। আর সেই খবরেই মন খারাপ শীতবিলাসীদের।

Advertisement
কনকনে শীতে ইতি, চলতি সপ্তাহে কত ডিগ্রি বাড়বে তাপমাত্রা? বড় আপডেটপশ্চিমবঙ্গের আবহাওয়া
হাইলাইটস
  • ঝোড়ো পাওয়ার প্লে ব্যাটিং করার পর দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছে কনকনে শীত
  • এবার ধীরে ধীরে উষ্ণ হচ্ছে আবহাওয়া
  • জানুয়ারির শেষেই মোটামুটি কনকনে শীত উধাও

ঝোড়ো পাওয়ার প্লে ব্যাটিং করার পর দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছে কনকনে শীত। এবার ধীরে ধীরে উষ্ণ হচ্ছে আবহাওয়া। জানুয়ারির শেষেই মোটামুটি কনকনে শীত উধাও। আর সেই খবরেই মন খারাপ শীতবিলাসীদের।

কেন বাড়ছে তাপমাত্রা?
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, একাধিক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের আশপাশে। পাশাপাশি পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতেও একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এখানেই শেষ নয়, বুধবার আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে। এছাড়া কোমোরিন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি অসম, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের উপরও একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই কারণেই উত্তুরে হাওয়ার খেলা বন্ধ হয়েছে। বাড়তে শুরু করেছে তাপমাত্রা। 

চলতি সপ্তাহে কতটা বাড়তে পারে তাপমাত্রা? 
রবিবার পর্যন্ত মোটামুটি শীতের আমেজ মিলছিল। তবে সোমবার থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আর আগামী এক থেকে দুইদিনের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে। 

আপাতত হালকা শীত থাকবে
এই খবর শুনে আবার আশাহত হবেন না। বরং একটা ভাল খবর দিই শুনুন, আপাতত কয়েকটা দিন শীতের আমেজ অনুভব করতে পারবেন। বিশেষত, ভোরের দিকে এবং রাতের বেলায় শীত অনুভব করা সম্ভব হবে। 

কবে শীত বিদায়? 
ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে। আর সরস্বতী পুজোয় সেই ট্রেন্ড আরও প্রকট হবে। তখন থেকে বেলা বাড়তেই অনুভব হবে গরম। আর মনে করা হচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই এবারের মতো বাংলা থেকে বিদায় নিতে পারে শীত। যদিও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি হাওয়া অফিস। 

কেমন থাকবে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ? 
কলকাতাতে বাড়বে তাপমাত্রা। বিশেষত, বেলা বাড়লেই গরম অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। আর দক্ষিণের জেলাগুলিতেও মোটামুটি একই ধরনের আবহাওয়া চলবে। যদিও ভোর এবং রাতের দিকে ঠান্ডা থাকবে। 

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট 
সেখানেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। কিন্তু এতটাও হবে না যে শীত হারিয়ে যাবে। বিশেষত, দার্জিলিং সহ পাহাড়ের সর্বত্রই এখন শীত বিরাজ করবে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদায় এবার হাওয়া বদল হবে।

Advertisement

কুয়াশা থাকবে
সারা রাজ্যেই এখন কুয়াশার দাপট চলবে। বিশেষত, ভোরের দিকে কুয়াশা থাকবে বেশি। তাই এই সময়টা বাইরে না বেরনোই ভাল। তবে বেলা বাড়তেই ধীরে ধীরে কমে যাবে কুয়াশা বলে জানান হয়েছে।

POST A COMMENT
Advertisement