West Bengal Weather Update: একনাগাড়ে বৃষ্টি চলবে এই ৯ জেলায়, জেনে নিন লেটেস্ট আপডেট

দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে বুধবার রাত থেকে। কলকাতা-সহ আশেপাশের বিভিন্ন জেলায় বৃষ্টির ফলে জল জমে শহরের বিভিন্ন প্রান্তে, ফলে যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবারও বৃষ্টি অব্যাহত থাকবে, তবে বেলার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Advertisement
একনাগাড়ে বৃষ্টি চলবে এই ৯ জেলায়, জেনে নিন লেটেস্ট আপডেট
হাইলাইটস
  • দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে বুধবার রাত থেকে।
  • কলকাতা-সহ আশেপাশের বিভিন্ন জেলায় বৃষ্টির ফলে জল জমে শহরের বিভিন্ন প্রান্তে, ফলে যানজটের আশঙ্কা তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি চলছে বুধবার রাত থেকে। কলকাতা-সহ আশেপাশের বিভিন্ন জেলায় বৃষ্টির ফলে জল জমে শহরের বিভিন্ন প্রান্তে, ফলে যানজটের আশঙ্কা তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবারও বৃষ্টি অব্যাহত থাকবে, তবে বেলার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে, কলকাতায় সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রাতভর বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় জল জমে গেছে।

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা
উত্তরবঙ্গেও আজ বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় প্রবল বৃষ্টির কারণে ধস নামার আশঙ্কা রয়েছে। শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি উত্তরবঙ্গে চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি
পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে আজ একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল শুক্রবার থেকে আবহাওয়া কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

বন্যা ও নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কা
বৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলে ধস এবং রাজ্যের বিভিন্ন জায়গায় নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করতে পারে। বিশেষ করে নিচু এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গে নদীগুলির জলস্তর বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
আজ সকাল থেকেই কলকাতায় একনাগাড়ে বৃষ্টি হচ্ছে। যদিও বেলার দিকে বৃষ্টির পরিমাণ কমতে পারে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২ থেকে ৯৪ শতাংশ। শুক্রবার আংশিক মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সতর্কতা
বৃষ্টির জন্য রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।

 

POST A COMMENT
Advertisement