আবহাওয়াশীত বিলাসীদের মন খারাপ। কারণ, ইতিমধ্যেই বেড়েছে পশ্চিমবঙ্গের তাপমাত্রার পারদ। সোমবার থেকেই এই ট্রেন্ড। পাশাপাশি কুয়াশার দাপটও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যার ফলে শীতের তাল কেটেছে বলেই জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।
কেন হঠাৎ শীত ব্যাকফুটে?
নভেম্বরের শুরু থেকেই মোটামুটি শীত উপভোগ করেছে বাংলা। তাপমাত্রার পারদ ধীরে ধীরে কমেছে। তবে বর্তমানে সেই ট্রেন্ডে কমা পড়েছে। কারণ, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে খবর। এর ফলে পূবালি হাওয়ার দাপট বাড়ছে। উত্তরে হাওয়া সাময়িক বিরাম নিয়েছে। পাশাপাশি এই পূবালি হাওয়া সাময়িকভাবে জলীয় বাষ্পও বয়ে আনছে। যার ফলে বাতাসে বাড়তে শুরু করেছে আর্দ্রতা। সেই সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
কতটা বাড়তে পারে তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বিশেষত, বেলা বাড়লে তাপমাত্রার পারদ চড়তে পারে। সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃদ্ধি পেতে পারে অস্বস্তি।
যদিও শীতের আমেজ কিন্তু একবারে কেটে যাবে না। বরং রাত ও ভোরের দিকে ঠান্ডার ছোঁয়া মিলবে। তাই একবারে যে শীত চলে গেল এমনটা নয়।
এ দিন কলকাতার তাপমাত্রা ২৯ থেকে ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে।
কুয়াশার দাপট বৃদ্ধি পেয়েছে
সোমবার থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি বদলে গিয়েছে। তাপমাত্রা তো বেড়েছেই, পাশাপাশি ভোরের দিকে কুয়াশার দাপটও দেখা যাচ্ছে। যার ফলে স্বভাবতই কমে গিয়েছে দৃশ্যমানতা।
উত্তরবঙ্গে কী ছবি?
এই সময় শীতের আবেশ গায়ে মেখে নিতে অনেকেই উত্তরবঙ্গ যান। তবে তাঁদের জন্য সামান্য খারাপ খবর রয়েছে। আসলে যতটা শীতের আশা করে গিয়েছেন, ততটা ঠান্ডা না লাগতেও পারে। পাশাপাশি উত্তরবঙ্গেও ঘন কুয়াশা থাকবে বলেই খবর।
বৃষ্টি হবে না
এই বছর বৃষ্টি বেশ বড় ইনিংস খেলেছে। তবে ভাল খবর হল, আপাতত বৃষ্টির আর কোনও আশঙ্কা নেই। তাই এই নিয়ে টেনশন নেবেন না। তবে জলীয় বাষ্পের জন্য অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।
কবে নামবে তাপমাত্রা?
এই প্রশ্নটা অনেকেই করে চলেছেন। আর তাদের উদ্দেশে হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শেষে নামতে পারে তাপমাত্রা। জাঁকিয়ে শীত পড়ার রয়েছে সম্ভাবনা। তাই ততদিন একটু মানিয়ে নিন। তারপর না হয় জাঁকিয়ে শীত উপভোগ করবেন।