November 1st Week Weather Update: ভাইফোঁটাতেই রজ্যে ‘হাওয়া বদল’, নতুন সপ্তাহেই কি শীত-শীত লাগবে?

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কালীপুজোয় কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় রাত পর্যন্ত বৃষ্টি হয়নি। তবে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী দুদিন বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি কোন কোন জেলার কিছু অংশে হতে পারে। উত্তর অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ওড়িশা ও ছত্তীশগড় সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন রয়েছে। আরও একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে। সেই কারণেই শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
 ভাইফোঁটাতেই রজ্যে  ‘হাওয়া বদল’, নতুন সপ্তাহেই কি শীত-শীত লাগবে?এবার কি জাঁকিয়ে শীত কলকাতায়?

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কালীপুজোয় কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় রাত পর্যন্ত  বৃষ্টি হয়নি। তবে হাওয়া অফিসের  পূর্বাভাস বলছে, আগামী দুদিন বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি কোন কোন জেলার কিছু অংশে হতে পারে। উত্তর অসমে রয়েছে ঘূর্ণাবর্ত। সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ওড়িশা ও ছত্তীশগড় সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন রয়েছে। আরও একটি আপার এয়ার সার্কুলেশন রয়েছে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে। সেই কারণেই শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রবিবার ভাইফোঁটা। বাঙালির অন্যতম উৎসবের দিন। কেমন থাকবে এই দিনের আবহাওয়া? শীতের আসছে কবে? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট। 

শনিবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময় থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। বাতাসে আর্দ্রতা কমবে ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে। কমবে বৃষ্টির সম্ভাবনাও। এদিকে উত্তরবঙ্গে  ১ নভেম্বর থেকে মালদা, দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া শুরু হবে। নভেম্বরের প্রথম সপ্তাহেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের পাঁচ জেলাতে পারদ নেমেছে অনেকটাই। শীতের আমেজ সর্বত্র। ভোরের দিকে শিরশিরে বাতাসও বইছে। ধীরে ধীরে কমছে সন্ধের তাপমাত্রাও।

কলকাতা রবিবার ভাইফোঁটাতে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

POST A COMMENT
Advertisement