গত সপ্তাহে টানা বৃষ্টি চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অবশেষে সেই দুর্যোগ কেটেছে। হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে তেমন কোন ওয়েদার সিস্টেম না থাকায় হালকা ও মাঝারি ছাড়া তেমন কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। চলুন জেনে নেওয়া যাক পুজোর আগের সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া।
আবহাওয়া দফতর বলছে
দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। এই সময় উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের সব জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পুজো পর্যন্ত একই পূর্বাভাস দক্ষিণবঙ্গেও। এ বছর পুজোতেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা দেখছে হাওয়া অফিস।
কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
আজ সোমবার ৩০ তারিখে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের এক-দু জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গেরও কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ১ অক্টোবর দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে জেলাগুলিতে কিছু জায়গায় হালকা থেকে মাজারে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
বৃষ্টি চলবে ৫ অক্টোবর পর্যন্ত
হাওয়া অফিস বলছে, সোমবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এরপর মঙ্গলবার, বুধবার মহালয়ার দিন, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার হাতেগোনা কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ৫ অক্টোবর পর্যন্ত। রবিবার থেকে বৃষ্টি কমছে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সোমবার। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলির তুলনামূলকভাবে বেশি অংশে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এই বৃষ্টি চলবে ৫ অক্টোবর পর্যন্ত।
কলকাতার আবহাওয়া
এদিন মোটের ওপর শহরে আংশিক মেঘলা আকাশ থাকবে । মাঝে মাঝে রোদের দেখা মিলবে। দিনের যেকোনো সময় খুব হালকা থেকে মাঝারি দুই এক পশলা আঞ্চলিক বৃষ্টির পূর্বাভাস। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকায় বাড়বে ঘর্মাক্ত পরিস্থিতি ও অস্বস্তি। শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।
পুজোর আবহাওয়া নিয়ে পূর্বাভাস
বিক্ষিপ্তভাবে পুজোর দিনগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা উৎসবে খুব একটা বাধা সৃষ্টি করতে পারবে না বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, পুজোর সময় দক্ষিণবঙ্গতে ভারী বৃষ্টি সম্ভবনা নেই৷ পুজোর সময় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।