দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত। যার কারণে বাংলায় আরও কিছুদিন বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি বেশি হবে। এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ-সহ অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কবার্তা জারি রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
উত্তরবঙ্গেও ১৫ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায়। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। বজ্রবিদ্যুৎ-সহ এক দু পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্যই সর্তকতা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই।
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস।