নিম্নচাপের রেশ এখনও কাটেনি। জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। এরইমধ্যে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে, আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
সেই তালিকায় রয়েছে, মুর্শিদাবাদ, বাঁকুড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের সতর্কতা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই কারণে, সবাইকে নিরাপদে থাকার বার্তা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, উত্তর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ১৩ তারিখ থেকে বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। কলকাতায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের আগেই জানিয়েছিল, উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : বয়স অল্প দেখায়, কমায় ওজনও; এক থানকুনির পাতাতেই সব সমাধান
তবে আজ ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে মুখ ঘোরাবে এই নিম্নচাপ। তবে তার আগে উপকূলবর্তী এলাকাতে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাড়তে পারে সমুদ্রের জলোচ্ছ্বাসও। সেজন্য সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা রয়েছে। পর্যটকদের সমুদ্রে নামতে বারণ করা হয়েছে।
এমনিতেই বৃষ্টির জেরে দিঘা, মন্দারমণি বা সাগরের দিকে বহু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার চিনাই নদীর বাঁধ ভেঙেছে। প্রায় ১০০ মিটার বাঁধ ভেঙেছে। এলাকায় নোনা জল ঢুকেছে। কার্যত জলমগ্ন গোটা এলাকা। ক্ষতি হয়েছে সেখানকার মানুষের। প্রশাসনের তরফে সেখানে ত্রাণ বিলি করা হয়েছে।
প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, কোটালের জেরে এই দুর্যোগ। জল না নামলে এখনই ব্রিজ মেরামত করা সম্ভব নয়। কয়েকদিন নিম্নচাপ থাকবে। তাই জল কবে নামবে সেটাই দেখার। তবে এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে বর্ষার যে ঘাটতি ছিল তা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।