scorecardresearch
 

Weather Update: কালীপুজোয় ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া?

সামনেই কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটার উৎসব। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোর দিন দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হলেও ভাইফোঁটায় আবহাওয়া থাকবে শুষ্ক। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ এক পশলা বৃষ্টি হতে পারে।

Advertisement
কালীপুজোর আবহাওয়া।-কোলাজ কালীপুজোর আবহাওয়া।-কোলাজ
হাইলাইটস
  • সামনেই কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটার উৎসব।
  • আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোর দিন দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হলেও ভাইফোঁটায় আবহাওয়া থাকবে শুষ্ক।

সামনেই কালীপুজো, দীপাবলি ও ভাইফোঁটার উৎসব। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কালীপুজোর দিন দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হলেও ভাইফোঁটায় আবহাওয়া থাকবে শুষ্ক। হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ এক পশলা বৃষ্টি হতে পারে।

তবে, কালীপুজোর দিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার পরিমাণ হবে খুবই কম। এরপর শুক্র থেকে পশ্চিমের জেলা যেমন ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, এবং মুর্শিদাবাদের আকাশ মূলত পরিষ্কার থাকবে।

কলকাতা এবং সংলগ্ন দুই জেলা— হাওড়া ও হুগলিতেও শনিবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গেছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতায় এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, ধীরে ধীরে আর্দ্রতার পরিমাণ কমে গিয়ে আকাশ পরিষ্কার হবে।
উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং-এ কালীপুজোর দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আলিপুরদুয়ারেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে।

আরও পড়ুন

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শেষের দিক থেকে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় আবহাওয়া বদলাতে পারে। কলকাতা ও সংলগ্ন দুই জেলা— হাওড়া ও হুগলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও শনি-রবিবারের আকাশ মোটের উপর শুষ্ক থাকবে। 

 

Advertisement