Bengal Rain: কালীপুজোর দিন এই জেলাগুলিতে নামবে বৃষ্টি, আপনার বাড়ির ওখানে হবে?

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ থাকবে দুই বঙ্গেই। শনিবার থেকেই হাওয়া বদল হবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনাা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

Advertisement
কালীপুজোর দিন এই জেলাগুলিতে নামবে বৃষ্টি, আপনার বাড়ির ওখানে হবে? কালীপুজোর দিন এই জেলাগুলিতে নামবে বৃষ্টি, আপনার বাড়ির ওখানে হবে?
হাইলাইটস
  • দখিনা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
  • দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত

সারা দেশ থেকেই বর্ষা বিদায় নিয়েছে, তবুও বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার বাংলার ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। দখিনা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত মূলত পরিষ্কার আকাশ থাকবে দুই বঙ্গেই। শনিবার থেকেই হাওয়া বদল হবে। শনিবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনাা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা ফের কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা ও সংলগ্ন এলাকায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। 

TAGS:
POST A COMMENT
Advertisement