শীত আসার বদলে আবার আসছে বৃষ্টি! সেরকমই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ, কখনও কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সর্বত্র। তবে, শনি ও রবিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকবে। উপকূলে হালকা বাতাস বইবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বাতাসে কিছু জলীয় বাষ্প ঢুকবে। মূলত বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূল সংলগ্ন জেলাগুলিতে প্রভাব বেশি থাকবে। বাকি জেলাতে উত্তর ও উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব থাকবে। পশ্চিমী বাতাস ও দক্ষিণা বাতাসের সংস্পর্শে বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা তৈরি হবে সপ্তাহান্তে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা যথাক্রমে দার্জিলিং ও কালিম্পং এবং নীচের দিকে জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই তিন জেলায়। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। শনিবার ও রবিবার রাজ্যের বেশিরভাগ জেলাতে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তবে তার জেরে অস্বস্তি খুব একটা বাড়বে না।
শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বদল হবে না। আপাতত জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও বাতাসে সকালের দিকে থাকবে হালকা শীতের আমেজ। সকালের দিকে দেখা যেতে পারে হালকা কুয়াশা। রাতে কমবে তাপমাত্রা। কলকাতায় জাঁকিয়ে শীত ড়তে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এছাড়াও, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হাওয়ার পরিমাণও অনেকটাই বেশি থাকবে। শীত-শীত অনুভূত হতে পারে।