বাংলা থেকে বর্ষার বিদায় নেওয়ার পালা আসন্ন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলের জেলাগুলি বাদ দিয়ে সোমবার থেকেই শুষ্ক আবহাওয়া বিরাজ করতে শুরু করবে বাংলায়। আগেই হাওয়া অফিস জানিয়েছিল যে বর্ষা বিদায় নেওয়ার উপযুক্ত পরিস্থিতি রাজ্যের কিছু অংশে তৈরি হয়েছে। তাই এবার আর বৃষ্টির মুখ দেখতে হবে না। বরং হালকা শীতের আমেজ পড়তে শুরু করবে। আলমারি থেকে লেপ কম্বল বের করার সময় এসে গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাজ পড়তে পারে। রবিবার বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও। পশ্চিমের জেলাগুলিতে রবিবার থেকেই শুষ্ক আবহাওয়া বিরাজ করতে শুরু করবে। সোমবার রাজ্যের উপকূলের জেলাগুলিতে বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সোমবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। রবিবার কোনও জেলাতেই বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়নি।
অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে রবিবার থেকেই শুষ্ক আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে উত্তরের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।
বর্ষা বিদায় নিলে শীত কবে থেকে পড়বে সে সম্পর্কে কিছু জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে, জেলায় জেলায় শীত আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সকাল এবং সন্ধ্যায় সামান্য ঠান্ডা অনুভূত হচ্ছে। মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কমলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দেশের বেশিরভাগ অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ফিরে যেতে পারে। দেশের উত্তরের রাজ্যগুলিতে শীত প্রায় এসে গিয়েছে। উত্তরপ্রদেশে বহু বছর পর অক্টোবর মাসে মানুষ ডিসেম্বরের মতো ঠান্ডা অনুভব করছে। ফলস্বরূপ, মানুষ সোয়েটার এবং কম্বল বের করতে শুরু করেছে।