জোড়া ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার দুপুরেই পর প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। ঘনঘন কানফাটা বাজ পড়েছে। সঙ্গে ছিল দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিনের মধ্যে বাংলার কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে যে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে দক্ষিণের সব জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। মঙ্গলবার থেকেই শুষ্ক আবহাওয়া শুরু হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সোমবার থেকেই বর্ষা বিদায় নিয়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে শুরু করবে।
শনিবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ কিমি পর্যন্ত। উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। বৃষ্টি আর হবে না। উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়নি।
শনিবারও কলকাতায় মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টিপাত হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রবিবারও একইরকম থাকবে আবহাওয়া। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যথাক্রমে ২৫ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হতে শুরু করবে। আংশিক মেঘলা থাকবে শহরের আকাশ। বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে বৃষ্টি থামবে কলকাতায়। বুধ এবং বৃহস্পতিবার রৌদ্রজ্জ্বল আকাশ দেখা যাবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ২৪ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস।