West Bengal Weather Update: ফিরছে শরতের ঝলমলে আকাশ, বৃষ্টি বিদায়ের বার্তা হাওয়া অফিসের

পাকাপাকিভাবে বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। ‌মধ্য ভারতের বেশকিছু এলাকা থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে।

Advertisement
ফিরছে শরতের ঝলমলে আকাশ, বৃষ্টি বিদায়ের বার্তা হাওয়া অফিসেরফাইল ছবি।
হাইলাইটস
  • পাকাপাকিভাবে বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। ‌মধ্য ভারতের বেশকিছু এলাকা থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে।
  • বর্ষাও বিদায় নেবে আগামী দু-তিন দিনে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার কিছু অংশ থেকে।

পাকাপাকিভাবে বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। ‌মধ্য ভারতের বেশকিছু এলাকা থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। বর্ষাও বিদায় নেবে আগামী দু-তিন দিনে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার কিছু অংশ থেকে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী চার থেকে পাঁচ দিন মূলত মনোরম আবহাওয়া থাকবে রাজ্যে। বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।

তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার এই দুই জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাতে ও বৃষ্টির সম্ভাবনা ক্রমশ কমবে।

কলকাতা-সহ আশেপাশের এলাকায় কমবে বৃষ্টি। শনিবার থেকে গোটা রাজ্যেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শনিবার ও রবিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমবে। সোমবার থেকে আরও কমবে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, ৬ তারিখ অর্থাৎ বিকেলের পর থেকেই আবহাওয়ার উন্নতি হবে। ৭ থেকে ৮ তারিখ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ৯ তারিখ থেকে অনেকটাই কমবে বৃষ্টি।

 

POST A COMMENT
Advertisement