রাজ্যজুড়ে জমিয়ে অনুভূত হচ্ছে শীতের আমেজ। রবিবারই কলকাতার পারদ নেমেছে ১৭ ডিগ্রিতে। হাওয়া অফিস বলছে, আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহের দিনগুলিতে মূলত পরিষ্কার আকাশ থাকবে জেলায় জেলায়। বিকেল থেকে সকাল পর্যন্ত ঠান্ডার অনুভূতি থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত শনিবার নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের ২৫ নভেম্বর সোমবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। এদিকে, নতুন একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশে। এই নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীলঙ্কা ও তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাব বঙ্গে পড়বে কি না সে বিষয়ে এখনই কিছু নিশ্চিত হয়ে জানায়নি আলিপুর। যদিও আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহভর শীতের আমেজ থাকবে বলে জানানো হয়েছে। নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনাও সেভাবে নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আগামী ২-৩দিন রাজ্যে সেভাবে তাপমাত্রা কমবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। একাধিক জেলায় থাকবে কুয়াশার দাপট। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে নেই। কলকাতা সহ সব জেলাতেই আকাশ মূলত পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম জেলায়। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বেশ কিছু জেলায়। তবে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম।
উত্তরবঙ্গের আবহাওয়া
এদিকে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পঙে বেশ নেমেছে তাপমাত্রা। দার্জিলিং ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায়। জলপাইগুড়ি কোচবিহার জেলায় কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা সকালের দিকে থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। উত্তরবঙ্গেও মূলত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজে মনোরম পরিবেশ থাকবে।
কলকাতার আবহাওয়া
১৭ ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার পারদ। হাওয়া অফিস বলছে, শহরে সপ্তাহভর থাকবে শীতের আমেজ। রাতের তাপমাত্রা আরও কমল। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে পরিস্কার আকাশ, মনোরম আবহাওয়া থাকবে। সকাল ও রাতে শীতের আমেজ অনুভূত হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা কম। আগামী ৪/৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম