scorecardresearch
 

West Bengal Winter Update: কবে আসছে শীত? সুখবর দিল আবহাওয়া দফতর

নভেম্বর মাস পড়তেই হালকা ঠাণ্ডা বোঝা যাচ্ছে। ভোরে ও রাতের দিকে হালকা হিম পড়ছে বিভিন্ন জেলায়। তবে সারাদিন কিন্তু ঘাম ঝরছে। কবে পড়বে শীত? এই প্রশ্নই এখন মাথা চাড়া দিচ্ছে। হাওয়া অফিস আবার পূর্বাভাস দিয়েছে বৃষ্টির। তাহলে কি এরপরই পড়বে শীত?

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • নভেম্বর মাস পড়তেই হালকা ঠাণ্ডা বোঝা যাচ্ছে।
  • ভোরে ও রাতের দিকে হালকা হিম পড়ছে বিভিন্ন জেলায়।

নভেম্বর মাস পড়তেই হালকা ঠাণ্ডা বোঝা যাচ্ছে। ভোরে ও রাতের দিকে হালকা হিম পড়ছে বিভিন্ন জেলায়। তবে সারাদিন কিন্তু ঘাম ঝরছে। কবে পড়বে শীত? এই প্রশ্নই এখন মাথা চাড়া দিচ্ছে। হাওয়া অফিস আবার পূর্বাভাস দিয়েছে বৃষ্টির। তাহলে কি এরপরই পড়বে শীত?

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, এখন পূর্ব দিক থেকে বইছে বাতাস। আপাতত ঊর্ধ্বমুখী হবে পারদ। আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর দিন ও রাতের তাপমাত্রা ধীরে-ধীরে বাড়বে বেশ কয়েকদিন। এরপর পূবালি হাওয়ার সঙ্গে ঢুকবে জলীয় বাষ্প। যার জেরে আগামী কয়েক দিন উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। পুরুলিয়া,বাঁকুড়া,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পর মেঘ কেটে গেলে আবারও তাপমাত্রা নামতে পারে।

তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল-সন্ধে মনোরম আবহাওয়া। বেলা বাড়লে সামান্য গরম ও জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে। ৭ তারিখ আবার তাপমাত্রা একটু কমতে পারে।

আরও পড়ুন

অন্যদিকে, ৩ ও ৪ নভেম্বর দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ ক'য়েকটি জায়গায় দু’এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাহাড়ি অঞ্চলে ইতিমধ্যেই পড়েছে ঠান্ডা। ক্রমশ শুকনো বাতাস জলীয় বাষ্প কমবে। তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।

 

Advertisement