West Bengal Weather: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, শীতের তাল কাটবে ঝড়-বৃষ্টি? রইল আবহাওয়ার আপডেট

Cyclone Update: বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আর সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। যার ফলে আগামী কয়েকদিনের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হতে পারে সোনিয়ার।

Advertisement
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, শীতের তাল কাটবে ঝড়-বৃষ্টি? রইল আবহাওয়ার আপডেট সাইক্লোনের আপডেট
হাইলাইটস
  • বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল
  • আর সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে
  • ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর

বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। আর সেটি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। যার ফলে আগামী কয়েকদিনের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আর এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হতে পারে সোনিয়ার।

ঘূর্ণিঝড়ের আপেডট কী?

IMD জানিয়েছে, শনিবার স্ট্রেট অব মালাক্কার মধ্য়বর্তী অংশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। এটি রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ আবার মালাক্কা এবং সংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। এটিই আবার সোমবার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। সেটি বঙ্গোপসাগরের দক্ষিণে আপার নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর আরও শক্তি বাড়াবে এটি। এই সময় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে বলেই খবর। এরপর আবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কায় তৈরি হবে নিম্নচাপ অঞ্চল।

আর এই নিম্নচাপটিই সাইক্লোনে পরিণত হওয়ার রয়েছে আশঙ্কা। সেক্ষেত্রে এর নাম হতে পারে সোনিয়ার। এর নাম রেখেছে সংযুক্ত আরব আমিরশাহী। এর অর্থ হল 'সিংহ'।

কোথায় বিপদ বেশি?

এই ঘূর্ণিঝড়ের জন্য ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে। এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বইতে পারে ৩৫ থেকে ৪৫ কিমি বেগে হওয়া বইতে পারে। মঙ্গলবার সেটি বেড়ে ৬৫ কিমিতেও পৌঁছে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া তামিলনাড়ু, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, অন্ধ্র উপকূল, ইয়ানাম, রায়ালাসীমাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে IMD। যার ফলে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝোড়ো হাওয়া বইতে শুরু করে দিয়েছে উপকূলে। সেই সঙ্গে সমুদ্রও উত্তাল। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

কলকাতার কী আপডেট?

আপাতত এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাব কলকাতা বা পশ্চিমবঙ্গে পড়বে না বলেই খবর। অর্থাৎ ঝড়-বৃষ্টির আশঙ্কা তেমন একটা নেই রাজ্যে।

কেমন থাকবে তাপমাত্রা?

এই দুই দিন রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেক্ষেত্রে ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তবে তার পরের তিন দিন আবার ২ ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে পারে। অর্থাৎ আপাতত সেভাবে শীত পাচ্ছে না রাজ্য।

Advertisement

আজ কলকাতার তাপমাত্রা ১৭ থেকে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই থাকবে বলে খবর। এছাড়া বাতাসের মানও অস্বাস্থ্যকর থাকতে পারে। তাই বাইরে বেরলে মাস্ক হল মাস্ট।

POST A COMMENT
Advertisement