Viral Sadhubaba Balram Basu: 'ক্লাস সেভেনের একটা বই পড়েননি?', চুড়ি-বিতর্কে আজব ব্যাখ্যা বলরামের

জলকামানের মুখে পুলিশকে হাতের ইশারায় চুরি পরা দেখিয়েছেন বলরাম বসু। যা নিয়ে মহিলারাই আপত্তি তুলেছেন। চুরি অলঙ্কার হিসেবে পরেন মহিলারা। তাহলে কি তাঁরা কাপুরুষ?

Advertisement
'ক্লাস সেভেনের একটা বই পড়েননি?', চুড়ি-বিতর্কে আজব ব্যাখ্যা বলরামের ভাইরাল সাধুবাবা বলরাম বসু
হাইলাইটস
  • জলকামানের মুখে পুলিশকে হাতের ইশারায় চুরি পরা দেখিয়েছেন বলরাম বসু।
  • যা নিয়ে মহিলারাই আপত্তি তুলেছেন।
  • চুরি অলঙ্কার হিসেবে পরেন মহিলারা।

বলরাম বসু। আধার কার্ডে প্রবীর বসু। এই বলরাম বসুই এখন ভাইরাল নেট মাধ্যমে। গোটা দেশেই তাঁর রিলস, মিম ছড়িয়ে পড়েছে। 'ছাত্র সমাজের' নবান্ন আন্দোলনে হাওড়া ব্রিজের কাছে পুলিশের জলকামানের মুখে জাতীয় পতাকা হাতে নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। তবে বিতর্কেও জড়িয়েছেন। কারণ হাত দিয়ে চুড়ি পরা দেখিয়েছেন পুলিশকে। নারী নির্যাতনের সুবিচার চাইতে গিয়ে নারীদেরই অপমান করলেন বলরাম! bangla.aajtak.in-এ বলরাম জানালেন,'এটা ইচ্ছাকৃতভাবেই দেখিয়েছি। চুরি মানে শৃঙ্খল বোঝাতে চেয়েছি'।  

জলকামানের মুখে পুলিশকে হাতের ইশারায় চুরি পরা দেখিয়েছেন বলরাম বসু। যা নিয়ে মহিলারাই আপত্তি তুলেছেন। চুরি অলঙ্কার হিসেবে পরেন মহিলারা। তাহলে কি তাঁরা কাপুরুষ? আরজি কর-কাণ্ডে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ ছাত্র সমাজ ডাক দিয়েছিল। সেই অভিযানেই গিয়ে চুরি পড়া দেখিয়ে নারীদের অপমান? উত্তর কলকাতার শ্যামবাজার স্ট্রিটে বাড়ির ছাদে বসে বলরাম বলেন,'চুরি পরে কেউ কবাডি, ক্রিকেট বা কুস্তি খেলে ক্রিকেট? মাতৃশক্তির শৃঙ্গারের অংশ চুড়ি। বাড়িতে বেকার ভাই। দিদি চাকরি করতে চলে গিয়েছে। তখন বলা হয়, দিদি কাজে যাচ্ছে, চুরি পরে বাড়িতে বসে থাক! এটা একটা সাংকেতিক বিষয়। নারীর অলঙ্কারের সঙ্গে তুলনা করে বিষয়টিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর উদ্দেশ্য, আন্দোলন সংগঠিত না হাওয়া'। 

চুড়ি পরা আসলে দাসত্বের শৃঙ্খল বলে মনে করেন বলরাম বসু। ওই দিন আকারে-ইঙ্গিতে যে কথা পুলিশকে বুঝিয়েছিলেন, তা নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। তিনি বরং এটা নিয়ে একটা প্রবাদ আছে বলে দাবি করেন। প্রতিবেদক বইয়ের নাম জিজ্ঞেস করেন। তখন তিনি বলেন,'ক্লাস সেভেনের একটা বই পড়েননি? ভাষা বা বাদ এমন কিছু আছে...'। যদিও স্পষ্ট করে সেই প্রবাদ বলতে পারেননি বলরাম।

নেট মাধ্যমে আরও একটি দাবি করা হচ্ছে। এই যেমন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন্দ্র বসুর নাতি নাকি বলরাম বসু! সেই সঙ্গে কমল বসুর পুত্র। কমল বসু ছিলেন সিপিএম নেতা। কলকাতা পুরসভার মেয়রও ছিলেন। এ ব্যাপারে কোনও কথাই বলতে চাননি বলরাম।    
      
ছোটবেলা থেকেই আরএসএসের সঙ্গে যুক্ত বলরাম বসু। বাবাও সঙ্ঘ করতেন। আজীবন সঙ্ঘই করতে চান। আরএসএসের বিরুদ্ধে যে পুরুষতান্ত্রিক সংগঠন হওয়ার অভিযোগ ওঠে, তাও খারিজ করেছেন। বলরামের কথায়,'একটু মনুবাদটা পড়ুন। না পড়ে উট-পটাং বলে চলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবিকা সঙ্ঘ রয়েছে মহিলাদের জন্য। বিশ্ব হিন্দু পরিষদ ধার্মিক সংগঠন। সবাই কাজ করতে পারেন। আরএসএস মোটেও নারী বিরোধী নয়'।

Advertisement

POST A COMMENT
Advertisement