Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ বিড়লা কলেজে সভাপতি কেন? প্রশ্ন হাইকোর্টের

কলকাতা হাই কোর্ট প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ের রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে নিয়োগের বৈধতা নিয়ে। আদালতের পর্যবেক্ষণ, আইনের নিয়ম অনুযায়ী এই পদে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির থাকা দরকার। কাজরী বন্দ্যোপাধ্যায় সে শর্ত পূরণ করছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আদালত।

Advertisement
মুখ্যমন্ত্রীর ভাতৃবধূ বিড়লা কলেজে সভাপতি কেন? প্রশ্ন হাইকোর্টের
হাইলাইটস
  • কলকাতা হাই কোর্ট প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ের রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে নিয়োগের বৈধতা নিয়ে।
  • আদালতের পর্যবেক্ষণ, আইনের নিয়ম অনুযায়ী এই পদে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির থাকা দরকার।

কলকাতা হাই কোর্ট প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়ের রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে নিয়োগের বৈধতা নিয়ে। আদালতের পর্যবেক্ষণ, আইনের নিয়ম অনুযায়ী এই পদে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত একজন ব্যক্তির থাকা দরকার। কাজরী বন্দ্যোপাধ্যায় সে শর্ত পূরণ করছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে আদালত।

অধ্যক্ষা (প্রিন্সিপাল) শ্রাবন্তী ভট্টাচার্যকে ৩ জুলাই কারণ দর্শানোর নোটিশ এবং ২৯ আগস্ট স্থগিতাদেশ জারি করেছিলেন কাজরী। হাই কোর্ট বৃহস্পতিবার এই দুই সিদ্ধান্তে আট সপ্তাহের স্থগিতাদেশ দিয়ে প্রিন্সিপালকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দিয়েছে।

বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চ জানিয়েছে, কাজরীর নিয়োগের বৈধতা নিয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন। আগামী ছয় সপ্তাহের মধ্যে এই মামলার পরবর্তী শুনানি হবে।

এর আগে মামলাটি প্রথমে বিচারপতি বিশ্বজিৎ বোসের বেঞ্চে শুনানি হয়। তিনি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছিলেন। পরে অ্যাডভোকেট জেনারেলের আবেদনে তা প্রত্যাহার করে নিয়ে বিষয়টি বিচারপতি পট্টনায়েকের বেঞ্চে স্থানান্তরিত হয়।

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ২০১৭ সালের আইনের প্রেক্ষিতে বর্তমানে কলেজের পরিচালনা রাজ্য সরকারের মনোনীত পাঁচজনের হাতে রয়েছে, পূর্ণাঙ্গ পরিচালন সমিতি নয়। ফলে সভাপতি পদে নিয়োগের বৈধতা খতিয়ে দেখা দরকার।

 

POST A COMMENT
Advertisement