Durga Puja 2025 Weather Forecast: পুজোর আগে বৃষ্টি কমবে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে

পুজোর শুরু ঘিরে এবারও পশ্চিমবঙ্গের আবহাওয়া শান্ত নয়। শুক্রবার রাজস্থান থেকে বর্ষা বিদায় নেওয়ার খবর আসলেও, নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে ওড়িশা ও অন্ধ্র প্রদেশে। এর প্রভাবে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।

Advertisement
পুজোর আগে বৃষ্টি কমবে? এখনও পর্যন্ত যা জানা যাচ্ছেপুজোর আগে বর্ষা নিয়ে বড় আপডেট।
হাইলাইটস
  • পুজোর শুরু ঘিরে এবারও পশ্চিমবঙ্গের আবহাওয়া শান্ত নয়।
  • শুক্রবার রাজস্থান থেকে বর্ষা বিদায় নেওয়ার খবর আসলেও, নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে ওড়িশা ও অন্ধ্র প্রদেশে।

মহালয়ার পর থেকেই রাজ্যে বাড়বে বৃষ্টির দাপট। পুজোর চার দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই শপিং হোক বা প্যান্ডেল হপিং, আবহাওয়া কথা মাথায় রেখেই প্ল্যান করার পরামর্শ আবহাওয়াবিদদের। এমনিতেও বাংলায় বর্ষা বিদায় নিতে নিতে সেপ্টেম্বরের শেষ, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সময় লেগে যায়। সাধারণত প্রতি বছর অক্টোবরের মাঝামাঝি থেকে শেষের দিকে দুর্গাপুজো হয়। তবে এবার সেপ্টেম্বরেই পুজো পড়ে যাওয়ায় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি।

তবে এরই মধ্যে রয়েছে আশার আলোও। দেশ জুড়েই এবার বর্ষা বিদায়ের পালা শুরু হয়েছে আগেভাগে। সাধারণত ১৭ সেপ্টেম্বর থেকে উত্তর-পশ্চিম ভারতে বর্ষা বিদায় নেয়। কিন্তু এ বার ১৫ সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে মৌসুমী বায়ুর গমন। অক্টোবরের মাঝামাঝি নাগাদ দেশ থেকে পুরোপুরি বর্ষা বিদায় নেবে বলে অনুমান করা হচ্ছে।

এবারে বর্ষা এসেছিলও সময়ের আগে। চলতি বছর ২৪ মে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করেছিল। ৮ জুলাইয়ের মধ্যে গোটা দেশে বর্ষা এসে যায়। এই বছর গড় বৃষ্টিপাতও বেশি, ৮৩৬.২ মিমি। এটি স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি।  

বাংলায় কবে বর্ষা বিদায়?
বাংলাতেও শীঘ্রই বর্ষার বিদায়ের পালা শুরু হবে। তবে তার আগে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট জারি থাকবে। তবে দক্ষিণবঙ্গে সপ্তাহান্তে কিছুটা আকাশ পরিষ্কার হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। তবে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে থাকবে। সোজা কথায়, দেশের মতো বাংলাতেও আর কয়েক সপ্তাহের মধ্যে বর্ষা বিদায় নেবে। তবে পুজোর ক’টা দিন ছাতা হাতেই বের হতে হবে বাঙালিকে।

উল্লেখ্য গতকাল, শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ছিল। বেলা বাড়তেই বিক্ষিপ্ত বৃষ্টি হয়। বাতাসে আর্দ্রতার মাত্রা ৯১ শতাংশ থাকায় অস্বস্তিকর গরমও ছিল। 

POST A COMMENT
Advertisement