Weather Report: বছরের শেষ ৩ দিনেও শীতের ঝোড়ো ইনিংস, ১ জানুয়ারি থেকে কেমন থাকবে আবহাওয়া?

বছরের শেষ রবিবার কলকাতার তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল। এমনকী জেলায় জেলায় স্বাভাবিকের চেয়ে খানিক বেশিই ছিল পারদ। তবে কি বছরের শেষ লগ্নে এসে থমকে গেল শীতের ঝোড়ো ইনিংস। কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? রইল বিস্তারিত ওয়েদার রিপোর্ট...

Advertisement
 বছরের শেষ ৩ দিনেও শীতের ঝোড়ো ইনিংস, ১ জানুয়ারি থেকে কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়ার আপডেট
হাইলাইটস
  • শেষ রবিবার তাপমাত্রা খানিকটা বেড়ে গিয়েছিল তাপমাত্রা
  • বর্ষবরণে শীতের ঝোড়ো ইনিংস থাকবে বলেই পূর্বাভাস
  • নতুন বছরের শুরু থেকেই বাড়বে তাপমাত্রা

বছরের শেষ রবিবার তাপমাত্রা খানিকটা বেড়ে গিয়েছিল কলকাতায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও চড়েছে পারদ। ফলে শীতপ্রেমীদের আশঙ্কা, শীতের ঝোড়ো ইনিংস কি তবে শুরু হতে না হতেই শেষ? কম্বল-সোয়েটারে যবুথবু বঙ্গবাসীর প্রশ্ন, বর্ষবরণে কি তবে জাঁকিয়ে ঠান্ডা অনুভূত হবে না? কী জানাচ্ছে হাওয়া অফিস? 

কেমন থাকবে নতুন সপ্তাহের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বছরের শেষ ৩টে দিন পারদ ওঠানামা করবে বঙ্গে। বর্ষবরণে ঠান্ডা থাকলেও নতুন বছরের প্রথম থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। 

কলকাতার তাপমাত্রা কততে থাকবে?
গত শনিবার কলকাতার পারদ নেমে গিয়েছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে। সেটাই ছিল এই মরশুমের শীতলতম দিন। চিড়িয়াখানা, ইকো পার্ক থেকে পিকনিক স্পট, জমাটি ঠান্ডায় বছরের শেষ উইকএন্ড কাটিয়েছে শহরবাসী। তবে বছরের অন্তিম রবিবার আবার কিছুটা বেড়ে গিয়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির ঘরে। যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি। 

আগামী ৩ থেকে ৪ দিন অর্থাৎ ১ জানুয়ারি পর্যন্ত শহরের সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবে না। তবে আগামী সপ্তাহে উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ফলে এরপর থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেরই পারদ ২-৩ ডিগ্রি বেড়ে যাবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী চার দিন সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা থাকবে ৯৯৯ থেকে ২০০ মিটারের মধ্যে। 

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে অবশ্য তাপমাত্রার হেরফেরের কোনও সম্ভাবনা নেই গোটা সপ্তাহ জুড়েই। এমনকী, দার্জিলিঙে বরফ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২-৩ দিন সকালের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে জারি হয়েছে ঘন কুয়াশার হলুদ সতর্কতা। কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন বছরের প্রথম দিনেই বরফ পড়তে পারে দার্জিলিঙে। রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাসও। ফলে এই মুহূর্তে যে পর্যটকরা শৈল শহরে বেড়াচ্ছেন, তাদের পোয়াবারো। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement