Winter Weather Update: ফের কলকাতার তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে, কবে থেকে? সঙ্গে তুষারপাতেরও বড় আপডেট 

বর্ষশেষ ও বর্ষবরণে জাঁকিয়ে শীতের দাপট দেখা গিয়েছিল বাংলায়। বহু বছর পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে সেই শীত দীর্ঘস্থায়ী হল না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ধীরে ধীরে শক্তি হারাল শীত। মাত্র কয়েক দিনের মধ্যেই ফের ১৪ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে কলকাতার পারদ।

Advertisement
ফের কলকাতার তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে, কবে থেকে? সঙ্গে তুষারপাতেরও বড় আপডেট শীতের সকাল।-ফাইল ছবি
হাইলাইটস
  • বর্ষশেষ ও বর্ষবরণে জাঁকিয়ে শীতের দাপট দেখা গিয়েছিল বাংলায়।
  • বহু বছর পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে।

বর্ষশেষ ও বর্ষবরণে জাঁকিয়ে শীতের দাপট দেখা গিয়েছিল বাংলায়। বহু বছর পর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসে। তবে সেই শীত দীর্ঘস্থায়ী হল না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ধীরে ধীরে শক্তি হারাল শীত। মাত্র কয়েক দিনের মধ্যেই ফের ১৪ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছে কলকাতার পারদ।

তবে শীতপ্রেমীদের মন খারাপ করার কারণ নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সাময়িক উষ্ণতার পর আবারও নামবে তাপমাত্রা। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। তার জেরেই রাজ্যে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। তবে এই ঝঞ্ঝা কাটিয়ে মঙ্গলবার থেকেই আবার পারদ নামতে শুরু করবে।

কলকাতার আবহাওয়া
কলকাতায় আপাতত কনকনে ঠান্ডা থেকে সাময়িক বিরতি মিলছে। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে, তারপর একদিন একই রকম থাকবে পরিস্থিতি। মঙ্গলবার বা বুধবার থেকে ফের তাপমাত্রা কমবে।

আজ সর্বনিম্ন: ১৪.২ ডিগ্রি
গতকালের সর্বোচ্চ: ২৩.২ ডিগ্রি
আগামিকাল সর্বনিম্ন ১৫ ডিগ্রি ছুঁতে পারে
আগামী সপ্তাহের মাঝামাঝি আবার ১৩ ডিগ্রির ঘরে নামার সম্ভাবনা

আজ ও আগামিকাল সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে। শনিবার ও রবিবার কলকাতায় কুয়াশার প্রভাব তুলনামূলকভাবে বেশি হতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা কিছুটা বাড়বে। এরপর দু-তিন দিন একই রকম পরিস্থিতি থাকবে। কলকাতায় তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যে এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। মঙ্গলবার থেকে ফের পারদ পতন শুরু হবে। বুধবার-বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

ওড়িশা উপকূলে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে। এর জেরে দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট বাড়বে। আজ শনিবার কুয়াশার সম্ভাবনা বেশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। রবিবার ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও নদিয়া জেলায়।

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। দার্জিলিং সহ চার জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভঞ্জন, চটকপুরের মতো এলাকায় তুষারপাত হতে পারে।

পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকবে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় তাপমাত্রা থাকবে ৯ থেকে ১২ ডিগ্রির মধ্যে। মালদহ ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। সোমবার থেকে উত্তরবঙ্গেও তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

উত্তরবঙ্গেও ঘন কুয়াশার দাপট থাকবে। আজ শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে এবং রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।

 

POST A COMMENT
Advertisement